পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সওমে ওয়েসাল (এমন রোজা যার কোন সেহরিও নেই ইফতারও নেই) রাখতে নিষেধ করেছেন।তখন কিছু সাহাবী নবীজি (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা) এর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসুল ! আপনি নিজেওতো সওমে ওয়েসাল পালন করেন। নবীজি এরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছ আমার মত? আমিতো এমন ভাবে রাত্রিযাপন করি যেন আমার রব আমাকে খাওয়ান এবং পান করান।
- সহিহ বোখারী, রোজা অধ্যায় ২/৬৯৩ হাঃ ১৮৬১
- সহিহ মুসলিম ২/৭৭৪ হাঃ ১১০২,
- সুনানে আবু দাউদ ২/৩০২ হাঃ ২৩৬০,
- সুনানে কুবরা নাসাঈ ২/২৪১ হাঃ ২৩৬৩,
- মুয়াত্তা ইমাম মালেক ১/৩০০ হাঃ ৬৬৭,
- মুসনাদে আহমদ বিন হাম্বল ২/১০২ হাঃ ৫৭৯৫,
- সহিহ ইবনে হিব্বান, ৮/৩৪১ হাঃ ৩৫৭৫






Users Today : 16
Users Yesterday : 357
This Month : 16
This Year : 171887
Total Users : 287750
Views Today : 2772
Total views : 3410335