দরসে হাদিসঃ নিজের পাপ গোপন রেখে নিভৃতে আল্লাহর দরবারে অনুশোচনা করা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে এসেছে,“একজন লোক রাসূল (ﷺ) এর কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি মদিনার থেকে দূরবর্তী এক স্থানে এক মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি। সুতরাং, আমাকে আমার প্রাপ্য শাস্তি দিন’। উমর ইবনুল খাত্তাব (রা.) তখন বললেন: ‘আল্লাহ্ তো তোমার পাপ গোপন রেখেছিল, তবে কেন তুমি তা গোপন রাখলেনা?’ (সহীহ্ মুসলিম)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments