পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
ছবিযুক্ত জায় নামাজে নামাজ পড়লে নামাজ হবে ঠিকই কিন্তু কেউ যেন পা না লাগায় সেজন্য সতর্ক থাকতে হবে। আর এসব ছবিযুক্ত জায় নামাজের বিছানা কেনা থেকে বিরত থাকতে হবে। কারণ অসতর্কতা বশত অধিকাংশ মানুষই কাবা শরীফ ও রওজা পাকের গম্বুজ বা মসজিদের গম্বুজ পা মারিয়ে চলে যা বেয়াদবী। অনেক বড় গুনাহ।
নিজে সতর্ক থাকলেও অনেক সময় ঈদ গাহের ময়দানে অনেকেই সেই সতর্কতা অবলম্বন করতে পারে না।
তাই ছবিযুক্ত এসব জায় নামাজের বিছানা থেকে বিরত থাকা উত্তম।