প্রশ্নঃ চেয়ারে বসে খাবার খাওয়া কি জায়েজ আছে? দয়া করে উত্তরটি জানাবেন ।
উত্তরঃ- চেয়ারে বসে টেবিলে খাবার রেখে খাওয়া সুন্নাত নয়। তবে অহংকারী মনোভাব না হলে খাওয়া হারাম বা নাজায়েজ নয়।
দস্তার খানে বসে খেলে সুন্নাত পালনের নেকি পাওয়া যাবে,যা অনেক উত্তম কাজ । তবে চেয়ারে খেলে সে নেকি পাওয়া যাবেনা ।
তাই যেখানে চেয়ার টেবিল ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকে, বা নিচে বসতে কোনো ওজর থাকে, তাহলে চেয়ার টেবিলে বসে খানা খাওয়াতে কোনো সমস্যা নেই। কেও হারাম বা না জায়েজ বলে ফাতওয়া দেয়নি।
স্বাভাবিক অবস্থায় ঘরে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়াই উচিত। এটাই সুন্নত তরীকা।
আনাস (রাঃ) হতে বর্ণিতো। তিনি বলেন, নবীজি (সাঃ) কখনও ‘সুকুর্জা’ অর্থাৎ ছোটো ছোটো পাত্রে আহার করেছেন, তার জন্য কখনও নরম রুটি বানানো হয়েছে কিন্তু তিনি কখনো টেবিলের উপর আহার করেছেন বলে আমি জানি না। ক্বাতাদাহকে জিজ্ঞেস করা হলো, তাহলে তাঁরা কিসের উপর আহার করতেন। তিনি বললেনঃ দস্তরখানার উপর।
[সহীহ বুখারী, হাদীস নং-৫৩৮৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৯২, সুনানে তিরমিজী হাদীস নং-১৭৮৮]





Users Today : 203
Users Yesterday : 767
This Month : 14625
This Year : 186496
Total Users : 302359
Views Today : 6795
Total views : 3583538