হযরত শফীক বলখী (রহঃ) বলেন, আমি চার হাজারের মধ্যে চার শো এবং চারশো’র মধ্যে আবার মাত্র চারটি হাদীস নির্বাচন করেছি-
১। তেমার হৃদয়কে নারীর সাথে লাগিও না, কেননা সে আজ তোমার, কাল অন্যেরও হতে পারে, যদি তুমি তার অনুগত হও, তাহলে সে তোমাকে জাহান্নামে পৌঁছিয়ে দেবে।
২। মাল-সম্পদের প্রতি অন্তরকে নিবিষ্ট করো না, এ সম্পদ আজ তোমার কাছে হাওলাত স্বরূপ, কাল অন্য কারো হতে পারে, সুতরাং তুমি অনার্থক অন্যের মাল নিয়ে চিন্তিত হয়ো না। এই ধন-সম্পদ অন্যের জন্যে মুবারক, সৌভাগ্যের কারণ, কিন্তু তোমার জন্যে বোঝা। সুতরাং যদি তুমি তাতে মন লাগাও, তাহলে এ মাল সম্পদই তোমাকে আল্লাহর আনুগত্য থেকে ফিরিয়ে দেবে, তোমার মধ্যে দৈন্যতার ভয় সৃষ্টি হবে, ফলে তুমি শয়তানের আনুগত্য করতে থাকবে।
৩। যে কাজ করতে গেলে মনে খটকা সৃষ্টি হয়, সেটা ছেড়ে দেবে, মুমিনের হৃদয় স্বাক্ষী এবং মুফতির স্থলাভিষিক্ত। সন্দেহ জনক কাজে ভয় পেয়ে যায়, হারাম কাজে হতভম্ব হয়, আর হালাল কাজে শান্তি পায়।
৪। যে কাজ সঠিক ও যথার্থ হওয়া সম্পর্কে যতক্ষন পর্যন্ত নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে না।