💖 গাউসুল আজমের শান 💖
হযরত মাওলানা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীমসোহরাওয়ার্দীয়া তরিকার ইমাম হযরত শায়েখ শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী (রঃ) বর্ণনা করেন-”আমি শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলা জাদ্দিহি নাবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুরসীতে বসা অবস্থায় বলতে শুনেছি যে, প্রত্যেক ওলি আল্লাহ কোন নবীর ক্বদমে থাকেন। আর আমি আমার নানা মোহাম্মদ রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলীহি ওয়াসাল্লামের পবিত্র নুরানী ক্বদেম রয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কদম উঠার সাথে সাথে আমার কদম তার পদচিহ্নের উপর রাখি ; কিন্তু পার্থক্য হলো এই যে, সেটা ছিল প্রিয় নবীজীর কদম মোবারক, যা নবী ব্যতীত অন্য কেউ পাওয়ার কোন রাস্তা নেই।
” হযরত শায়েখ শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী (রহঃ) বলেন, এ মর্যাদা নবী ছাড়া অন্য কেউ পায় না, তবে এটা শুধু মাত্র গাউসে আযমের বেলায় ব্যতিক্রম ছিল।
#সুবহানআল্লাহ।
#তথ্য সুত্র:১.বাহজাতুল আসরার,পৃষ্ঠা- ৭১। ২.যুবদাতুল আসার:গাউসুল ওরা: গাউসুল আযম, পৃষ্ঠা-২০।
Copyright Sikder Tipu ✍