পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
★ সুলাইমান ইবনে আবী আব্দুল্লাহ (রাঃ) বর্ণনা করেন যে,
আমি প্রথম যুগের মুহাজ্জিরিন গনকে দেখেছি তারা কালো, সাদা, লাল এবং সবুজ রঙেরএর পুরো পাগড়ি পরা ছিল।
[আল-মুসান্নাফ ইবনে আবি শায়বা (6/48) : হাদিস 25489]
★ বুখারী, মুসলিম শরীফে কালো পাগরি সম্পর্কে অনেক হাদিস এসেছে।
★ আতা বিন রাবাহ (রাঃ) থেকে বর্নিত,
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাথায় সাদা পাগরি বেঁধেছেন (অথবা আব্দুর রহমান বিন আউফ (রাঃ)।
★ মিশকাতঃ 377 পৃঃ এবং
★ ইমাম বায়হাকিঃ শুয়াবুল ইমান।