ইসলামে রাস্তায় পরে থাকা বা কুড়িয়ে পাওয়া জিনিস (যাকে আরবি ভাষায় বলা হয় “লুকাতা” – لُقَطَةٌ) সম্পর্কে পরিষ্কার কিছু বিধান রয়েছে। ইসলামী শরিয়তে এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে যেন কারো সম্পদ অন্য কেউ অন্যায়ভাবে গ্রহণ না করে।
🔹 লুকাতা (কুড়িয়ে পাওয়া জিনিস) সম্পর্কে ইসলামের বিধান:
১. জিনিসটি না নিয়ে যাওয়া বৈধ, কিন্তু নিয়ে গেলে দায়িত্ব আছে:
কোনো ব্যক্তি যদি রাস্তায় পড়ে থাকা কোনো মূল্যবান জিনিস দেখে এবং তা না তোলে, তাহলে সে গোনাহগার হবে না। কিন্তু যদি সে কুড়িয়ে নেয়, তাহলে সে কিছু দায়িত্বের অধীন হবে।
২. প্রচার ও মালিককে খোঁজা ফরজ:
যদি কেউ কুড়িয়ে নেয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে যথাসম্ভব চেষ্টা করা মালিককে খুঁজে বের করার — উদাহরণস্বরূপ:
- মসজিদে ঘোষণা দেওয়া
- বাজারে প্রচার করা
- এলাকায় জানানো
এই প্রচার কমপক্ষে এক বছর চালাতে হয়। (সহীহ বুখারী ও মুসলিম)
৩. এক বছর পর ব্যবহার করা যাবে, তবে…
যদি এক বছরের মধ্যে মালিক পাওয়া না যায়, তখন:
- কুড়িয়ে নেওয়া ব্যক্তি তা নিজের কাজে ব্যবহার করতে পারে,
- কিন্তু যদি পরে মালিক আসে, তাহলে জিনিসটি ফিরিয়ে দিতে ফরজ।
৪. প্রতারণা বা আত্মসাৎ হারাম:
কোনো ব্যক্তি যদি জিনিস কুড়িয়ে নিয়ে ঘোষণা না করে তা নিজের মাল মনে করে, তাহলে এটা হারাম এবং চুরি বলে গণ্য হবে। এতে গোনাহ হবে এবং কিয়ামতের দিন মালিককে তার হক ফিরিয়ে দিতে হবে।
🔸 হাদীস থেকে কিছু দলিল:
রাসূল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি কোনো কুড়িয়ে পাওয়া জিনিস নেয়, তার উচিত এক বছর পর্যন্ত তা খোঁজাখুঁজি করে মালিককে ফিরিয়ে দেওয়া।”
(সহীহ বুখারী: ২৪৩৬, সহীহ মুসলিম: ১৭২২)
আরেক হাদীসে বলেন:
“তুমি তা সংরক্ষণ করবে, এক বছর ঘোষণা করবে। যদি মালিক না পাওয়া যায়, তবে তা তোমার জন্য হালাল হয়ে যায়।”
(সহীহ মুসলিম)
🔹 সারাংশ:
| বিষয় | বিধান |
|---|---|
| মূল্যবান জিনিস কুড়িয়ে পাওয়া | ঘোষণা ও মালিক খোঁজার দায়িত্ব |
| এক বছর পর মালিক না মিললে | ব্যবহার করা যাবে, মালিক আসলে ফিরিয়ে দিতে হবে |
| অল্প দামী জিনিস | সরাসরি ব্যবহার করলেও গোনাহ নেই, তবে সতর্কতা প্রয়োজন |
| আত্মসাৎ বা গোপন রাখা | হারাম ও গোনাহ |




Users Today : 727
Users Yesterday : 1060
This Month : 8362
This Year : 180233
Total Users : 296096
Views Today : 4834
Total views : 3525893