কার লাগিয়া কান্দ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কার লাগিয়া কান্দ রে মন কার লাগিয়া বান্দ

কেউ তো তোমার আপন হবেনা।

যে জন হবে আপনা সেইতো মদিনা

মদীনা মদীনা মদীনা (২)

এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই

দয়ার নবী প্রানের নবী আপন সদায়।

এ মন আপনা তিনি যার নাই উপমা (ঐ)

কবর হাশর পুল সিরাতে কোন আপন পাবেনা

যে জন পাবে সে জন হবে শাহে মদীনা

উম্মতের কষ্ট নবী সইতে পারেনা (ঐ)।

নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই

সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায়

এখানে কাদেন তিনি সোনার মদিনায় ।।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment