পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
কবরের দিকে মুখ করে নামায পড়া হারাম। আ’লা হযরতের ফতোয়া-
আলা হযরত (রহ.) লিখেন, “ কবরের উপর নামায পড়া হারাম। খোলা কবরের দিকে মুখ করে নাময পড়াও হারাম। কোন মুসলমানের কবরের উপরে পা রাখাও হারাম। সরাসরি কবরের মাটির উপর মসজিদ তৈরী করা হারাম। ফতোয়ায়ে শামীতে উল্লেখ আছে—
تكره الصلوة عليه واليه لورود النّهى-
অর্থাৎ, কবরের উপর এবং কবরের দিকে মুখ করে নামায পড়া হারাম। কেননা এ ব্যাপারে হাদীস শরীফে নিষেধাজ্ঞা রয়েছে। (শামী)
মসজিদের ভিতর যদি কবর পড়ে যায়, তাহলে চারদিকে দেয়াল দিয়ে ঘিরে রাখবে-যদিও তা হাটু বরাবরই হোক না কেন। কবরের মাটি হতে হাঁটু বরাবর উপরে পিলার দিয়ে তার উপর মসজিদ তৈরী করলে নামায হয়ে যাবে।
(ইরফানে শরীয়ত, ৩য় খন্ড, পৃষ্ঠা- ৯৬, সুন্নী গবেষনা কেন্দ্র)





Users Today : 29
Users Yesterday : 357
This Month : 29
This Year : 171900
Total Users : 287763
Views Today : 4575
Total views : 3412138