ওযু নিয়ে আহলে হাদিসের নেতাদের মধ্যে মতবিরোধঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

নামধারী ফিরকায়ে আহলে হাদিস লা মাঝাবীরা জবাব দাও।

কুরআন এক, হাদীস এক তাইলে তোমাদের নেতাদের মধ্যে এতো মতভেদ কেন?

****************************

ওযুতে ধারাবাহিকতা রক্ষার বিধান।

প্রথম বক্তব্য: ওযুর অঙ্গসমূহ ধারাবাহিকভাবে একের পর এক ধৌত করা ওয়াজিব। 
এটি ইবনে বায [১] ও ইবনে উসাইমিন [২] রহ. এর বক্তব্য।

দ্বিতীয় বক্তব্য: ওযুতে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়। 
এটি আলবানী [৩] সাহেবের অভিমত। 

রেফারেন্স:
[১] মাজমুউ ফাতাওয়া ও মাকালাত, খ.৩, পৃ.২৯৪। খ.১০, পৃ.১০২,১০৬। আল-ফাওয়াইদুল জালিয়্যা, পৃ.৫২।

[২] আশ শরহুল মুমতা, খ.১, পৃ.২১৭-২১৮। মাজমুউ ফাতাওয়া ও রসাইল, খ.১১, পৃ.১৪১-১৪৪।

[৩]সিলসিলাতুল আহাদিসিস সহীহা, ১/১/৫২৫। হাদীস নং ২৬১। তামামুল মিন্না,পৃ.৮৮।

উৎস: নামায সংক্রান্ত মাসআলায় আরব আলেমদের মাঝে মতবিরোধ।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment