এই বাল্বটি ১১২ বছরেরও বেশি সময় মসজিদে নববীতে ব্যবহৃত হয়েছিল

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

এই বাল্বটি ১১২ বছরেরও বেশি সময় মসজিদে নববীতে ব্যবহৃত হয়েছিল

সুলতান দ্বিতীয় আবদুল হামিদ ১৩২৫ হিজরিতে যখন মদীনায় বিদ্যুৎ প্রবর্তন করলেন তিনি প্রথমে মসজিদে নববীকে সুন্দরভাবে আলোকিত করেছিলেন । 

রাসূল ﷺ এর প্রতি তাঁর এমন আদব ছিল যে তিনি ইস্তাম্বুলের নিজস্ব প্রাসাদের আগে মদীনায় বিদ্যুৎ স্থাপন করেছিলেন।

মদিনায় যখন পাকা ফল হতো,

সাহাবা [رضي الله عنهم] সর্বদা এগুলিকে প্রথমে রাসূলুল্লাহ ﷺ’র কাছে নিয়ে আসতো।

যখন তাঁদের নবজাতক জন্মাতো , তাঁরা সর্বদা তাঁদেরকে রাসূলুল্লাহ ﷺ’র কাছে নিয়ে আসতো -কল্পনাতীত শ্রদ্ধা৷ 

প্রথম ঝাড়বাতি এবং জেনারেটরগুলি ভারতের হায়দরাবাদের নিজাম পাঠিয়েছিলেন।

যদি আপনি নূর নবী হযরত মুহাম্মদ ﷺ’কে তাজিম করেন ভালোবাসেন, তবে আল্লাহ তায়ালা আপনার দুনিয়া ও আখিরাত আলোকিত করবেন। 

আল্লাহ তায়ালা আমাদের অন্তরে ইমামুল আম্বিয়া,দো-জাহানের বাদশা, প্রিয় নবী ﷺ’র সম্মান বাড়িয়ে দিন ৷ -আমিন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment