ঈমান কি? ঈমান কিভাবে পরিপূর্ণতা লাভ করে?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সাওয়ালঃ ঈমান কি? ঈমান কিভাবে পরিপূর্ণতা লাভ করে? 

————————————————–

জাওয়াবঃ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রত্যেক বিষয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দেয়া সিদ্ধান্তকে বরহক জেনে তা মেনে নেয়ার নামই হলো ঈমান। 

আল্লাহ এবং তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রিয়ভাজনদের সাথে সম্পর্ক জোরদার করা আর দুশমনে রসুলের সাথে (সে আপন কলিজার টুকরা হলেও) সকল প্রকার সম্পর্ক ছেদ করার মাধ্যমেই ঈমান পরিপূর্ণতা লাভ করে। [আহকামে শরীয়ত(১ম খন্ড)-ইমাম আহমদ রেযা খান রহঃ]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment