ইবলিসের নাম কী ছিল জান্নাত থেকে বের হওয়ার আগে?
তার নাম ছিল আল-হারিস, ডাকনাম আবু মুর্রাহ।
কেন রাতে জামা-কাপড় ঝুলিয়ে রাখা ঠিক না?
রাতে শয়তান সেই ঝুলানো জামা পরে ফেলে। তাই জামা ভাঁজ করে রাখো।
ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া কেন দরকার?
কারণ, খালি বিছানায় শয়তান ঘুমায়।
ইবলিসের প্রিয় রঙ:
লাল রঙ।
ইবলিস কোন দিনগুলো সবচেয়ে ঘৃণা করে?
জুমার দিন, আরাফার দিন, ঈদুল আযহা,আর এমন প্রতিদিন, যেদিন মানুষ গুনাহ করে না।
কেন জামা পরার আগে বা পারফিউম ব্যবহারের আগে “বিসমিল্লাহ” বলা উচিত?
কারণ, যে জিনিসে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা ব্যবহার করে।
ইবলিসের প্রিয় জায়গা:
বাথরুম বা টয়লেট।
তার প্রিয় খাবার:
গরম খাবার। তাই খাওয়ার আগে একটু ঠাণ্ডা করে খাওয়া ভালো।
খোলা খাবার ঢেকে রাখা উচিত, কারণ শয়তান খোলা খাবার থেকে খায়।
তার অপছন্দের খাবার:
ডালিম, বেল, খেজুর ও অলিভ তেল।
ইবলিস কবে মানুষের কানে প্রস্রাব করে?
যখন ফেরেশতারা ফজরের জন্য তিনবার ডাকে,আর মানুষ না ওঠে, তখন শয়তান তার কানে প্রস্রাব করে।
ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া:
হে আল্লাহ, আমি আজ সকালে আপনার আশ্রয়ে আছি।
আমার দ্বীন, প্রাণ, দুনিয়া, আখিরাত ও সম্পদ আপনাকে সোপর্দ করছি।
হে মহান আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই, ইবলিস ও তার সৈন্যদের কুমন্ত্রণা থেকে।
ইবলিসের কাছে সবচেয়ে ভারী কাজ:
সদকা (দান)।
ইবলিসের প্রিয় স্থান:
বাজার।
হাই তোলার সময় মুখ ঢাকতে হয় কেন?
কারণ হাই শয়তানের দিক থেকে আসে। যদি মুখ না ঢাকি, শয়তান মুখে ঢুকে পড়ে।
ইবলিসের কিছু সন্তানের নাম:
হাফাফ, যালনবুর, আবইয়াদ, দাসিম, মতরিশ, মিকলাস ইত্যাদি।
(তাদের কাজ মানুষকে পাপের পথে টানা।)
ইবলিসের মুখ কালো হয় কখন?
যখন মুসলিম রোজা রাখে।
ইবলিস কাঁদে কখন?
যখন একজন মুসলিম আরেক মুসলিমকে সালাম দেয়।
ইবলিসের বাসস্থান:
গুনাহগারের বুক।
সে কোন হাতে খায়?
বাম হাতে, এবং এক বা দুই আঙুলে খায়।
ইবলিসের সবচেয়ে অপছন্দের ঘুম:
দুপুরের ঘুম।
নামাজে কোন কাজ তাকে সবচেয়ে কষ্ট দেয়?
দীর্ঘ রুকু ও সিজদা।
ইবলিসের অপছন্দের পাখি:
মোরগ, কবুতর, আবাবিল ইত্যাদি।
প্রিয় পাখি:
ময়ূর।
প্রিয় ঘুমের সময়:
ফজরের আগে।
যখন মুসলিম অন্য মুসলিমের সঙ্গে ভালো আচরণ করে,
তখন শয়তান নিজের মুখে আঁচড় দেয়।
যে কাজ শয়তানের নাক কেটে দেয়:
আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
যে কাজ শয়তানের আশা ভেঙে দেয়:
তাওবা ও ইস্তেগফার।
ইবলিসের অপছন্দের পানীয়:
বৃষ্টি, কারণ এটি পরিষ্কার ও পবিত্রতা আনে।
যে নবীর প্রতি ইবলিসের সবচেয়ে বেশি লোভ ছিল:
নবী মুহাম্মদ ﷺ।
ইবলিসের ফাঁদ:
মদ ও নেশা।
ইবলিসের বসার জায়গা:
আবর্জনা ও নোংরা স্থান।
নোট:
শ্বাস নাও বলো: লা ইলাহা ইল্লাল্লাহ
তোওবা করো: আস্তাগফিরুল্লাহ
ব্যথা পেলে বলো: আলহামদুলিল্লাহ
বিস্মিত হলে বলো: সুবহানাল্লাহ
খুশি হলে বলো: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
দুঃখে বলো: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
চোখের হিংসা দূর করতে বলো: মা শা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের কুমন্ত্রণা ও ফাঁদ থেকে রক্ষা করুন।
আমিন।





Users Today : 85
Users Yesterday : 317
This Month : 28637
This Year : 168114
Total Users : 283977
Views Today : 1046
Total views : 3346733