ইবলিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইবলিসের নাম কী ছিল জান্নাত থেকে বের হওয়ার আগে?

▪️তার নাম ছিল আল-হারিস, ডাকনাম আবু মুর্‌রাহ।

⤵️ কেন রাতে জামা-কাপড় ঝুলিয়ে রাখা ঠিক না?

▪️রাতে শয়তান সেই ঝুলানো জামা পরে ফেলে। তাই জামা ভাঁজ করে রাখো।

⤵️ ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া কেন দরকার?

▪️ কারণ, খালি বিছানায় শয়তান ঘুমায়।

⤵️ ইবলিসের প্রিয় রঙ:

▪️ লাল রঙ।

⤵️ ইবলিস কোন দিনগুলো সবচেয়ে ঘৃণা করে?

▪️ জুমার দিন, আরাফার দিন, ঈদুল আযহা,আর এমন প্রতিদিন, যেদিন মানুষ গুনাহ করে না।

⤵️ কেন জামা পরার আগে বা পারফিউম ব্যবহারের আগে “বিসমিল্লাহ” বলা উচিত?▪️ কারণ, যে জিনিসে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা ব্যবহার করে।

⤵️ ইবলিসের প্রিয় জায়গা:

▪️ বাথরুম বা টয়লেট।

⤵️ তার প্রিয় খাবার:

▪️ গরম খাবার। তাই খাওয়ার আগে একটু ঠাণ্ডা করে খাওয়া ভালো।

খোলা খাবার ঢেকে রাখা উচিত, কারণ শয়তান খোলা খাবার থেকে খায়।

⤵️ তার অপছন্দের খাবার:

▪️ডালিম, বেল, খেজুর ও অলিভ তেল।

⤵️ ইবলিস কবে মানুষের কানে প্রস্রাব করে?

▪️ যখন ফেরেশতারা ফজরের জন্য তিনবার ডাকে,আর মানুষ না ওঠে, তখন শয়তান তার কানে প্রস্রাব করে।

⤵️ ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া:

হে আল্লাহ, আমি আজ সকালে আপনার আশ্রয়ে আছি।

আমার দ্বীন, প্রাণ, দুনিয়া, আখিরাত ও সম্পদ আপনাকে সোপর্দ করছি।

হে মহান আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই, ইবলিস ও তার সৈন্যদের কুমন্ত্রণা থেকে।

⤵️ ইবলিসের কাছে সবচেয়ে ভারী কাজ:

▪️ সদকা (দান)।

⤵️ ইবলিসের প্রিয় স্থান:

▪️ বাজার।

⤵️ হাই তোলার সময় মুখ ঢাকতে হয় কেন?

▪️কারণ হাই শয়তানের দিক থেকে আসে। যদি মুখ না ঢাকি, শয়তান মুখে ঢুকে পড়ে।

⤵️ ইবলিসের কিছু সন্তানের নাম:

▪️ হাফাফ, যালনবুর, আবইয়াদ, দাসিম, মতরিশ, মিকলাস ইত্যাদি।

(তাদের কাজ মানুষকে পাপের পথে টানা।)

⤵️ ইবলিসের মুখ কালো হয় কখন?

▪️ যখন মুসলিম রোজা রাখে।

⤵️ ইবলিস কাঁদে কখন?

▪️ যখন একজন মুসলিম আরেক মুসলিমকে সালাম দেয়।

⤵️ ইবলিসের বাসস্থান:

▪️ গুনাহগারের বুক।

⤵️সে কোন হাতে খায়?

▪️ বাম হাতে, এবং এক বা দুই আঙুলে খায়।

⤵️ ইবলিসের সবচেয়ে অপছন্দের ঘুম:

▪️ দুপুরের ঘুম।

⤵️ নামাজে কোন কাজ তাকে সবচেয়ে কষ্ট দেয়?

▪️ দীর্ঘ রুকু ও সিজদা।

⤵️ ইবলিসের অপছন্দের পাখি:

▪️মোরগ, কবুতর, আবাবিল ইত্যাদি।

⤵️প্রিয় পাখি:

▪️ ময়ূর।

⤵️ প্রিয় ঘুমের সময়:

▪️ ফজরের আগে।

⤵️ যখন মুসলিম অন্য মুসলিমের সঙ্গে ভালো আচরণ করে,

▪️ তখন শয়তান নিজের মুখে আঁচড় দেয়।

⤵️ যে কাজ শয়তানের নাক কেটে দেয়:

▪️ আত্মীয়তার সম্পর্ক রক্ষা।

⤵️ যে কাজ শয়তানের আশা ভেঙে দেয়:

▪️ তাওবা ও ইস্তেগফার।

⤵️ইবলিসের অপছন্দের পানীয়:

▪️ বৃষ্টি, কারণ এটি পরিষ্কার ও পবিত্রতা আনে।

⤵️ যে নবীর প্রতি ইবলিসের সবচেয়ে বেশি লোভ ছিল:

▪️ নবী মুহাম্মদ ﷺ।

⤵️ ইবলিসের ফাঁদ:

▪️ মদ ও নেশা।

⤵️ ইবলিসের বসার জায়গা:

▪️আবর্জনা ও নোংরা স্থান।

নোট:

শ্বাস নাও বলো: লা ইলাহা ইল্লাল্লাহ

তোওবা করো: আস্তাগফিরুল্লাহ

ব্যথা পেলে বলো: আলহামদুলিল্লাহ

বিস্মিত হলে বলো: সুবহানাল্লাহ

খুশি হলে বলো: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

দুঃখে বলো: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

চোখের হিংসা দূর করতে বলো: মা শা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের কুমন্ত্রণা ও ফাঁদ থেকে রক্ষা করুন।

আমিন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment