পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
দু’জাহানের গৌরব হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন- অধিক ঘন-দৌলত সঞ্চয়কারী ব্যক্তি আল্লাহ তা’আলার কাছে নিকৃষ্ট, কিন্তু অধিক দান-খয়রাত কারী ব্যক্তি প্রিয়। অর্থাৎ যে সমস্ত লোক সব সময় মাল-সম্পদের লোভে পড়ে থাকে এবং সম্পদ বৃদ্ধির চিন্তায় নিমগ্ন থাকে, তারা আল্লাহ্ তা’আলার দৃষ্টিতে নিকৃষ্ট ও ঘৃনিত। যদি বেহেশতে যায়, তাহলে গরীবদের স্থান, মর্যাদা পাবে না, আর যদি দোজখে যায়, তাহলে তাতেও নিম্ন স্তরে থাকবে। অবশ্য এত্থেকে এমন মুছলমানরা মুক্ত, যারা সব সময় আল্লাহ তা’আলার জন্যে দান-খয়রাত করতে থাকে, কেননা সে ধন-দৌলতে ক্ষতিকর দিক সম্পর্কে ওয়াকিফহাল আর সর্বোতোভাবে বেঁচে থাকে।