পূর্বোলিখিত আলোচনায় অবহিত হয়েছি, অতএব আসমানী কিতাবের সংখ্যা কত বর্ণনা কর।
অবতীর্ণ আসমানী কিতাবের সংখ্যা অনেক। তম্মধ্যে প্রসিদ্ধ তাওরাত হযরত মুসা (عليه السلام) এর ওপর, ইঞ্জিল হযরত ঈসা (عليه السلام) এর ওপর,
كَمْ خُدَّامُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
خُدَّامَهُ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ مِائَةُ وَسَبْعُوْنَ مِنْهُمْ اَنَسٌ وَمَارِيَةُ وَاُمُّ اَيْمَنَ .
كَمْ اَخْوَالُ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
اَخْوَالُ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ. اَسْوَدٌ وَعُمَيْرٌ وَعَبْدُ يَغُوْثَ وَقَدْ مَاتُوْا فِى الْفَتْرَةِ .
كَمْ خَالَاتُ النَّبِىِّ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ ؟
لِلنَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَتَانِ وَهُمَا فَرِيْصَةُ وَفَاخِتَةُ وَقَدْ مَاتَتَا فِى الْفَتْرَةِ .
قَدْ عَرِفْنَا ذٰلِكَ، فَمَا هِىَ الْكُتُبُ الْمُنَزَّلَةُ مِنَ السَّمَاءِ ؟
اَلْكُتُبُ الْمُنَزَّلَةُ مِنَ السَّمَاءِ كَثِيْرَةٌ وَمِنْهَا تَوْرَاةُ مُوْسٰى وَاِنْجِيْلُ عِيْسٰى وَزَبُوْرُ دَاؤُدَ وَقُرْاٰنُ
জবুর হযরত দাউদ (عليه السلام) এর ওপর এবং পবিত্র কোরআন হযরত মুহাম্মদ (ﷺ) এর ওপর অবতীর্ণ হয়েছে। সৃষ্টিকুল সরদার হযরত সাইয়্যিদিনা মুহাম্মদ (ﷺ) এর ওপর পবিত্র কোরআন শরীফ- যার দ্বারা আল্লাহ তা‘আলা অন্যান্য অবতীর্ণ কিতাবসমূহ রহিত করে দিয়েছেন।
উপরোক্ত আলোচনায় আমরা উহা অনুধাবন করতে পেরেছি, অতএব ফিরিস্তার সংজ্ঞা কি❓
ফিরিস্তাগণ নূরানী শরীর বিশিষ্ট সৃষ্টি, যাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জ্ঞাত নয়। তাদের কোন বংশানুক্রম নেই এবং তাঁরা পানাহারও করেন না। আল্লাহ তা‘আলার তাসবীহ ও প্রশংসা করাই তাদের জীবনী শক্তি। তাঁরা আল্লাহর হুকুম অমান্য করেন না, যথাযতভাবে আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ তা‘আলা তাদেরকে বিভিন্নরূপ ধারণ করার ও স্বল্প সময়ে দূর-দূরান্ত পথ অতিক্রম করার ক্ষমতা দান করেছেন। তাঁদের ক্ষেত্রে মৃত্যু বৈধ।
❏ ফিরিশতাদের মধ্য হতে কাদের সম্পর্কে বিস্তারিত অবগত হওয়া ওয়াজিব❓
مُحَمَّدٍ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِمْ اَجْمَعِيْنَ .
وَقُرْاٰنُ سَيِّدُنَا مَحَمَّدٍ اَفْضَلُ الْجَمِيْعِ وَقَدْ نَسَخَ اللهُ بِه جَمِيْعَ الْكُتُبِ الْمُنَزَّلَةِ .
فَهِمْنَا ذٰلِكَ، فَمَا هِىَ الْمَلَائِكَةُ ؟
اَلْمَلَائِكَةُ هُمْ اَجْسَامُ نُوْرَانِيَّةٌ لَايَعْلَمُ عَدَدَهُمْ اِلَّا اللهُ تَعَالٰى لَايَتَنَاسَلُوْنَ وَلَا يَأْكُلُوْنَ وَلَا يَشْرَبُوْنَ وَاِنَّمَا قُوْتُهُمْ اَلتَّسْبِيْحُ وَالتَّحْمِيْدُ لَايَعْصُوْنَ اللهَ مَا اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ اَعْطَاهُمُ اللهُ قُدْرَةً عَلٰى التَّشَكُّلِ وَقَطْعِ الْمَسَافَاتِ الْبَعِيْدَةِ فِىْ مُدَّةٍ وَجِيْزَةٍ وَالْمَوْتُ جَائِزٌ عَلَيْهِمْ .
مَنْ هُوَ الْوَاجِبُ مَعْرِفَتُهُ مِنَ الْمَلَائِكَةِ تَفْصِيْلًا؟
ফিরিশতাদের মধ্য হতে দশ জন ফিরিশতার বিস্তারিত পরিচিতি জানা আবশ্যক। হযরত জিব্রাঈল (عليه السلام), হযরত মিকাঈল (عليه السلام), হযরত ইসরাফিল (عليه السلام), আজরাঈল (عليه السلام), জান্নাতের নিয়ন্ত্রক রিদুওয়ান (عليه السلام), দোযখের নিয়ন্ত্রক মালেক (عليه السلام), আমলনামা লেখক দু’জন ফিরিশতা রকিব ও আতিদ (عليه السلام) এবং কবরে প্রশ্নকর্তা দু’জন ফিরিশতা মুনকার ও নকির (عليه السلام)।