আল্লাহ ও রাসুলের তা’রীফ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

“ছেরাজুছ্-ছালেকীন” – আবদুল খালেক এম এ

আল্লাহ ও রাসুলের তা’রীফঃ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

vumika-gif

সমস্ত হামদ বা প্রশংসা আল্লাহতায়ালার, যিনি সারাজাহানকে  পয়দা করিয়াছেন। তিনি রাব্বোল আলামীন, তাঁহার দয়া অসীম ও তাঁহার দান অপার। তাঁহার কুদরতের পারাপার নাই। তিনি সর্বজ্ঞানী, সর্বদর্শী ও সর্বশক্তিমান। তাঁহার  জাত নির্দোষ ও তাঁহার কার্জ নিষ্কলঙ্ক। সুখ-সম্পদের আপদ-বিপদে তিনি সকলের একমাত্র বন্ধু। তিনি আশার আলো, হৃদয়ের বল, মনের সাহস ও প্রাণের শান্তি। তিনি পথপ্রদর্শক ও তিনি ক্ষমাশীল। তিনি সর্বগুণের আধার এবং সকল নেয়ামতের উৎস। দেহ, প্রাণ,বুদ্ধি, বিবেচনা, ধন-দৌলত, মান-ইজ্জত তাঁহারই দান। এলেম ও আমল, ঈমান ও এবাদত তাঁহারই নির্দেশ, রেজেক-দৌলত তাঁহারই দান। তিনি সুবিচারক, কখনও কাহারও প্রতি বিন্দুমাত্র অবিচার করেন না। তিনি সকলের আশ্রয় ও মুক্তির উৎস এবং তাঁহার অসংখ্য অগণিত দানরাশি সর্বত্র বিরাজমান। আছমান, জমীন, চন্দ্র, সূর্য, জল, স্থল, জীব, জানোয়ার, পাহাড়, পর্বত, ফল, ফুল, গাছপালা ইত্যাদি তাঁহার সৃষ্টিকৌশল দেখিলে মনপ্রাণ বিমোহিত হয় এবং তাঁহার অসীম এহছান ও অসংখ্য নেয়ামতের কথা ভাবিলে ভক্তিরসে অন্তঃকরণ ভরপুর হইয়া যায়। তাঁহারই দয়াগুণে আমরা দেখি, শুনি, কথা বলি, চলাফেরা করি, পানাহার করি এবং তাঁহারই করুণাবলে আমরা আপদ-বিপদ, রোগ-শোক, পাপ-তাপ, দুঃখ-বেদনা হইতে মুক্তি পাই। তাঁহার কোন মেছাল নাই, তাঁহারই অসন্তোষে আমাদের চিরদুঃখ। আমরা তাঁহার এবং আমাদের সর্বস্তও তাঁহার। তাঁহার রেজা ও মহব্বত মানব জীবনের কাম্য। তিনি দুনিয়া ও আখেরাতে একমাত্র দোস্ত এবং তাঁহারই দীদার আমাদের একমাত্র লক্ষ্য।

আল্লাহতায়ালার অসংখ্য রহমত ও সালাম আমাদের প্রাণের রাসুল, ছাইয়্যেদুল মুরছালীন, শাফীউল মুজনাবীন্‌, রাহমাতুল্‌লীল আলামীন, আহমদ মুজ্‌তাবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাহে অসাল্লামের উপর নাজেল হউক। তাঁহার নূরকে আল্লাহতায়ালা সর্বপ্রথম পয়দা করিয়াছেন এবং সারাজাহান তাঁহারই নূর হইতে সৃষ্ট। তিনি সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তিনি শেষ নবী। তাঁহার শরীয়ত সমস্ত নবীগণের শরীয়তের সার এবং তাঁহার জাত সর্বগুণের সমষ্টি। তিনি জগদ্বাসীর হেদায়েতের জন্য দুনিয়াতে আসিয়াছিলেন। তিনি দুনূজাহানের সর্বোত্তম রহমত এবং তাঁহার শাফায়াত আমাদের একমাত্র অবলম্বন। তিনি আমাদের আদর্শ এবং তাঁহার সুন্নত আমাদের দুনিয়া ও আখেরাতের মঙ্গল ও শান্তির সোপান। তাঁহাকে মুহব্বত করিলেই আল্লাহর মুহব্বত পাওয়া যায় এবং তাঁহার ছুন্নতের পায়রবী করিলেই আল্লাহর মাহবুব হওয়া যায়। কোরআন শরীফ তাঁহারই উপর নাজেল হইয়াছে ও হাদীছ শরীফ তাঁহার কর্মজীবনের নমুনা। তাঁহার কার্যকলাপ আমাদের অনুকরণীয় এবং তাঁহার মুহব্বত আমাদের হৃদয়ের লক্ষ্য বস্তু। অসীম আনন্দদায়ক বেহেশত, অবর্ণনীয় হৃদয়বিদারক দোজখের বাণী তিনি আমাদিগকে অবগত করাইয়াছেন। অমূল্য ঈমান ও ইবাদতের সুফল, নফছের দুষ্টামি ও শয়তানের কুমন্ত্রণার বিষাক্ত কুফলের সংবাদ তিনিই আমাদিগকে দিয়াছেন। তিনি সর্বগুণের আধার এবং সারাজাহানের মোয়াল্লেম। তাঁহার দয়ার তুলনা নাই, এহছানের শেষ নাই। এবং মুহব্বতের মেছাল নাই। হে পরওয়ারদেগার! তোমার হাবীব পেয়ারা মুহাম্মদ মুস্তফা ছাল্লাল্লাহু আলাইহে অছাল্লামের মুহব্বত আমাদের অন্তরে দান কর, তাঁহার আদর্শ জীবন অনুসরণ করিবার ক্ষমতা আমাদিগকে প্রদান কর, তাঁহার ভালবাসার স্পন্দন শিরায় শিরায় রক্ত মাংসে প্রবাহিত করিয়া দাও। আমাদের জাহের ও বাতেনকে ছুন্নতের রঙ্গে রঙ্গীন করিয়া দাও। আহার-বিহার, শয়ন-স্বপন, ধ্যান-কল্পনায় মন-প্রাণ তাঁহারই প্রেমে বিভোর হইয়া পড়ুক, দীন ও ঈমান তাঁহারই এশ্‌ক ও মুহব্বতে পরিণত হউক।

a-r-tarif

আল্লাহুম্মা সাল্লি আ’লা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়াআলিহী ওয়া আছহাবিহী ওয়া সাল্লিম।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments