পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
আতশবাজী এবং খাবার নষ্ট করার ব্যাপারে আ’লা হযরতের ফতোয়া হল-
“আতশবাজী হলো অপব্যয় এবং অপব্যয় হলো হারাম। খাবার লুটানো হল বেয়াদবি এবং বেয়াদবী হল নিরাশ হওয়ার কারন। মাল নষ্ট করা হল হারাম। আলো যদি বিনা কারনে হয় তাহলে তা অপব্যয় বলে গন্য হবে।”
(ফতোয়ায়ে রেজভীয়াহ, খন্ড-২৪, পৃষ্ঠা- ১১২, রেযা ফাউন্ডেশন, লাহোর)