আশআরি-মাতুরিদি আকীদা এলো কোথা হতে?
ছবিটি লক্ষ্য করুন। এখানে নীলাভ রঙে চিহ্নিত করা হয়েছে প্রথম প্রজন্মকে, যাঁরা রাসূলুল্লাহকে সরাসরি দেখে অনুসরণ করেছেন। যাঁরা উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, সাহাবায়ে কিরাম। রিদ্বুয়ানুল্লাহি আলাইহিম আজমাঈন।
এরপর সবুজাভ রঙে তাবেঈনদের চিহ্নিত করা হয়েছে, যাঁরা উম্মতের দ্বিতীয় সেরা প্রজন্ম। সাহাবিদের যাঁরা দেখেছেন, অনুসরণ করে নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছেন।
সবশেষে অলিভ রঙে চিহ্নিত করা হয়েছে তাবে তাবেঈদের। যাঁরা তাবেঈনদের পদাঙ্ক অনুসরণ করেছেন। রাদ্বিয়াল্লাহু আনহুম।
আসলে এখানে সমস্ত সালফে সালিহিন উল্লেখিত হননি। আমরা জানি প্রায় ১২৪,০০০ সাহাবায়ে কিরাম আছেন, এবং তারপরে তাঁদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মও আছেন (তাবেঈ ও তাবে তাবেঈ)। যুগে যুগে যাঁদের অনুসরণ করে দ্বীনের মূলধারাকে পূর্বসূরি ইমামগণ অক্ষুণ্ন রেখেছেন। সম্মিলিতভাবে তাঁদেরই “সালফে-সালেহীন” হিসাবে গণ্য করা হয়।
এখানে তাঁদের সমস্ত শিক্ষক ও ছাত্রদের দেখানো হয়নি, কেবল সালাফদের কিছু প্রসিদ্ধ ইমামদের সাথে রাসূলুল্লাহ দ. ও তাঁর ঘোষিত নাজাতপ্রাপ্ত প্রজন্মগুলোর সংযোগ চিত্রায়িত করা হয়েছে।
মূল লেখা: নাঈম আবদুল্লাহ
অনুবাদ ও এডিট: Tanveer Miraj