গোলাপ ফুল সৃষ্টির রহস্য
সৈয়্যদ ছৈয়দুল বারী
⚛ রাসুলুল্লাহ (ﷺ) পবিত্র জবানে আকদস মোবারকে ইরশাদ করেছেনঃ আমি মে’রাজ থেকে পৃথিবীতে ফিরে আসার পর আমার শরীর মোবারকে হালকা উষ্ণ ভাব অনুভব করলাম।
আর সেই উষ্ণতার ফলে আমার শরীরের এক ফোঁটা ঘাম মোবারক মাটিতে পড়ে, আর ঐ ঘাম মোবারক মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে তা থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়। সুতরাং যে আমার সুগন্ধি পেতে চায়, সে যেন গোলাপ ফুলের সুগন্ধি গ্রহণ করে।
[হযরত শেখ আব্দুলহক মুহাদ্দিস দেহলভী রহঃ
(১০৫২ হিঃ), মাদারেজুন নবুয়্যত, ফারসী, ১/৩০ পৃঃ]
★আসুন আজ থেকে গোলাপ ফুলকে সন্মান করি।
★গোলাপ থেকে নূর নবীজীর দঃ খুশবু গ্রহন করি।
★ইচ্ছাকৃত ভাবে পায়ের নিচে যেন সেই গোলাপ কখনো না পড়ে।
★চলতি পথে কোথাও গোলাপ নিচে পড়ে থাকতে দেখলে সম্ভব হলে সেই ফুলকে উঠায়ে পুকুরে ফেলি।





Users Today : 511
Users Yesterday : 677
This Month : 7086
This Year : 178957
Total Users : 294820
Views Today : 8628
Total views : 3514757