√ অন্যের জিনিসের প্রতি আকর্ষণ!
আমি একদিন আমার বন্ধু মাহবুবকে নিয়ে মাইক্রোফোন কেনার জন্য গেলাম সিলেটের প্রসিদ্ধ কারিম উল্লাহ মার্কেটে।যখন আমরা ৫ তলায় যাওয়ার জন্য লিফটের দরজার সামনে দাঁড়ালাম তখন আমাদের পাশের লিফটে ওপরে যাওয়ার জন্য আরেকজন লোক ওখানে দাঁড়াল।
আমি একটা জিনিস খেয়াল করলমা ওই লিফটের সামনে দাঁড়ানো লোকটি বার বার আমাদের লিফটের দিকে তাকাচ্ছে। আর আমাদের লিফটের সামনে দাঁড়ানো লোকগুলো ওই লিফটের দিকে তাকাচ্ছে। আর অপেক্ষা করছে ওইটা যদি আগে আসে?
আমি একটি জিনিস চিন্তা করে দেখলাম আমাদের অধিকাংশ মানুষের দৃষ্টি সবসময় অন্যের জিনিসের ওপর থাকে।নিজের কি আছে সেটা দেখার চেয়ে বেশি দেখি অন্যের কি আছে।কি আশ্চর্য!
অন্যের কি আছে তা দেখে আফসোস না করে আসুন নিজেদের কাছে কি আছে সেটা নিয়ে ভাবি। সেটা নিয়ে সন্তুষ্ট থাকি।আর কিভাবে আমাদের মধ্যেকার সমস্যাগুলেকে সমাধান করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে চিন্তা করি।
মানুষের কি আছে সেটা দেখে নিজেকে অঝথা ডিপ্রেশনে ফেলার মাঝে কোনো ফায়দা নেই।আসুন নিজের মূল্যবান সময়গুলোকে কাজে লাগাই।সফলতা থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ।





Users Today : 233
Users Yesterday : 767
This Month : 14655
This Year : 186526
Total Users : 302389
Views Today : 13901
Total views : 3590645