জরুরী দোয়া ও আয়াত সমূহ:
❈ আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থঃ বিতারিত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
❈ বিস্মিল্লাহির রহমানির রাহিম। অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।
❈ রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও ওয়াক্বিনা আজাবান্নার। অর্থঃ হে আল্লাহ্ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর। আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা কর।
❈ মাতা-পিতার জন্য সন্তানের দোয়া :
রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা। (সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫) অর্থঃ হে আল্লাহ্ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।
❈ ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া :
রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান, আয়াতঃ ০৮) অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।
❈ ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া :
রাব্বাবা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির্লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খা’সিরিন। অর্থঃ হে আল্লাহ্, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে যাব।
❈ গুনাহ্ মাফের দোয়া :
রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মায়াল আবরার। (সূরা আল ইমরান, আয়াতঃ ১৯৩) অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচার্য দান কর।
❈ স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়া :
রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। (সূরা আল ফুরকান, আয়াতঃ ৭৪) অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।
❈ ঈমান ঠিক রাখার আমল :
ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা দ্বীনিকা। অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত কর।
❈ নেক সন্তানদের জন্য দোয়া :
রাব্বি হাবলি মিনাস সালেহীন। অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।
❈ ক্ষমা ও রহমতের দোয়া :
রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন। অর্থঃ হে আল্লাহ্, আমাকে ক্ষমা করে দাও, আর আমার প্রতি রহম কর, তুমিই তো উত্তম দয়ালু।
❈ অস্থিরতায় পাঠ করার দোয়া :
আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীছু। অর্থঃ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহ্ তোমার রহমত দ্বারা আমাকে সাহায্য কর।
❈ বিপদে আল্লাহর সাহায্য লাভের জন্য দোয়া :
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল, নি’মাল মাওলা ওয়া নি’মাল নাসির। অর্থঃ মহান আল্লাহর সাহায্যই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম জামিনদার। তিনি কতইনা উত্তম প্রভু এবং উত্তম সাহায্যকারী।
❈ দেনা থেকে মুক্তির দোয়া :
আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাধলিকা আম্মান সিওাক।
❈ ইফতারের সময় দোয়া :
“আল্লাহুমা লাকা সুমতু ওয়ালা রিযকিকা আফতারতু।” অর্থ: : ইয়া আল্লাহ্, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিকে ইফতার করছি।
❈ ঘুমানোর সময় পড়ার দোয়া :
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহইয়া’ অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারন করি।
❈ ঘুম থেকে উঠে পড়ার দোয়া :
আল-হামদুলি্ল্লা হিল্লাযী আহ্ইয়ানা বা’দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থঃ যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন, এবং তার কাছেই ফিরে যেতে হবে।
❈ মসজিদে প্রবেশের দোয়া :
আল্ল-হুম্মাহ তাহলী আবওয়া-বা রহমাতিকা। অর্থঃ হে আল্ল-হ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।
❈ মসজিদ হতে বের হওয়ার দোয়া :
আল্লা-হুম্মা ইন্নী আস্’আলুকা মিন ফায্ লিকা। অর্থঃ হে আল্ল-হ ! অবশ্যই আমি তোমার অনুগ্রহ আশা করছি। ( মুসলিম, মিশকাত : হাঃ ৬৫১ )
❈ খাওয়ার পর দোয়া :
আলহামদু লিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন।
❈ বাসা হতে বের হওয়ার সময় দোয়া : বিসমিল্লাহ তায়াকালতু আলাল্লাহ।
❈ গাড়ী/ লঞ্চ/ ষ্টীমারে উঠার পর দোয়া :
বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরছাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহীম।
❈ উপরে উঠতে : আল্লাহু আকবর । নিচে নামতে : সোবানাল্লাহ।
❈ হাঁচি দেয়ার পর : আলহামদুলিল্লাহ। হাঁচি জবাব দিতে ইয়ারহামুকুমুল্লাহ ।
❈ কবরের পাশ দিয়ে যেতে : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
❈ বিপদ- মছিবতের সময় দোয়া : লা ইলাহা ইল্লা আন্তা সোভানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালেমিন।
❈ পায়খানার প্রবেশের দোয়া :
আল্লাহম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ। অর্থঃ হে আল্লাহ! তোমার নিকট আশ্রয় কামনা করি- যাবতীয় দুষ্ট জিন ও জিন্নী থেকে।
❈ পায়খানা থেকে বের হওয়ার দোয়া :
গোফরানাকা আলহামদু লিল্লাহ হিল্লাযী আজাহাবা আন্নিল আজা ওয়া আফানী।
❈ জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া :
রাব্বি যিদনী ইলমা। অর্থঃ হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বাড়িয়ে দাও।
❈ ঘর থেকে বের হওয়ার সময় দোয়া :
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।





Users Today : 376
Users Yesterday : 759
This Month : 5410
This Year : 177281
Total Users : 293144
Views Today : 7611
Total views : 3462722