করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে মৃ’ত্যুর নীরিখে চীনকেও ছাপিয়ে গিয়েছে ই’তালি। গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন মা’রা গিয়েছেন। করোনায় ২৪ ঘণ্টার মধ্যে এত ম’ত্যু বিশ্বের আর কোনো দেশে হয়নি।
এমতাবস্তায়, জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা ম’হামারির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মা’রা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে।’





Users Today : 290
Users Yesterday : 767
This Month : 14712
This Year : 186583
Total Users : 302446
Views Today : 26332
Total views : 3603075