প্রশ্নঃ রোযা থাকা অবস্থায় যদি অতিরিক্ত শরির থেকে রক্ত প্রবাহীত হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে? সঠিক উত্তর জানা খুব প্রয়োজন।
—আনিস রেজা কাদরী
জবাবঃ রোজা হয়ে যাবে।
🖋কৃতঃ মাসুম বিল্লাহ সানি
রক্ত দিলে কিংবা রক্তক্ষরণ হলে রোজা ক্ষতিগ্রস্থ হবে না তবে রক্ত/Saline নিলে রোজা ভঙ্গ হবে। সেক্ষেত্রে শুধুমাত্র কাযা রাখলেই চলবে কাফফারা দিতে হবে না। শরীরের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা উচিত।
জেনে রাখা ভালঃ
১) রক্তে বের হলে/গড়িয়ে পড়লে রোজা ভাঙবে না। রক্ত গড়িয়ে পরলে অযু ভঙ্গ হয়।
২) রক্তে কোন খাদ্য উদাপান প্রবেশ করালে রোজা ভঙ্গ হবে।
৩) সাধারণত, মুখভর্তি বমি, কিংবা (ক্যান্সার রোগী/বা Upper GIT Ulcer এর কারণে) রক্তবমি (haematemesis) করলে রোজা ভঙ্গ হয়।
৪) সফর, ডায়রিয়া ও অন্যান্য পানিশূন্যতাজনিত যেকোন অসুস্থতা হলে রোজা রাখলে তা মাকরুহ হবে। এসব কারণে (Acute renal failure হয়ে) কিডনী ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে, Electrolyte Imbalance হতে পারে, তাছাড়া Hypoglycemic & Hypovolemic shock হতে পারে।
৫) অসংখ্য সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ (ﷺ) রোজা রেখে শিঙ্গা লাগিয়েছেন। এতে প্রমাণিত হয় রোজা রেখে রক্তক্ষরণ হলে/রক্ত দিলে রোজা ভঙ্গ হয় না। অবশ্যই শিঙ্গা লাগিয়ে গোসল করে নিতে হবে।
৬)”কোন এক সফরে সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) আছরের পর পানি পান করে রোজা ভঙ্গ করেছেন এবং অন্যদেরকেও ভঙ্গ করার নির্দেশ দেন।”





Users Today : 233
Users Yesterday : 767
This Month : 14655
This Year : 186526
Total Users : 302389
Views Today : 14082
Total views : 3590825