পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
দান সদকাহ করার আদবঃ
১. হালাল সম্পদ থেকে দান করা।(সহীহ মুসলিমঃ২২৪)
২. প্রতিদিন সামান্য হলেও দান করা।
(সহীহ বুখারীঃ১৩৫১)
৩. নিকটাত্মীয়দের থেকে দান শুরু করা।
(সহীহ বুখারীঃ১৪২৬)
৪. এমন গোপনে দান করা যেন, ডান হাতে দান করলে বাম হাতে টের না পায়।(সহীহ বুখারীঃ ৬৬০)
৫. দান করে কাউকে খোঁটা না দেওয়া।
(সহীহ্ মুসলিমঃ১০৬)





Users Today : 16
Users Yesterday : 452
This Month : 14890
This Year : 186761
Total Users : 302624
Views Today : 230
Total views : 3620197