জিজ্ঞাসাঃ শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালামার মদপান ও নামাজে সুরা ভুল পড়া সংক্ৰান্ত এক প্ৰশ্নের জবাবে ফাতওয়ায়ে রেজভীয়ার দশম খন্ডের ৮৪ নং পৃষ্ঠার (১২ খন্ডের সেটের) ২৭ নং মাসআলার জবাবে লিখা রয়েছে যে,
سوال; ایک شخص نے بیان کیا کہ حضرت علی کرم اللہ وجہہ نے آنحضرت صلی اللہ علیہ وسلم کے وقت میں شراب پی اور حالت نشہ میں نماز میں سورہ غلط پڑھی ۔
الجواب; ہاں نشہ ہمیشہ ہر شریعت میں حرام رہا ہے, امیر المومنین سیدنا مولا علی کرم اللہ تعالی وجہہ الکریم کی نسبت امر مذکور کا بیان کرنے والا اگر اس سے شان اقدس مرتضوی پر طعن چاہتا ہے تو خارجی ناصبی مردود جہنمی ہے۔ ورنہ بلا ضرورت شرعیہ عوام کو پریشان کرنے والا سفیہ احمق بدعقل بے ادب ہے۔
প্ৰশ্নঃ এক ব্যক্তি বললো যে, মাওলা আলী আলাইহিস সালাম রাসুলে পাকের জামানায় শরাব পান করে নেশাগ্ৰস্হ অবস্হায় কিরাত ভুল পড়েছেন।এই মাসআলার হুকুম কী?
জবাবঃ নেশাদ্ৰব্য সবসময় সকল শরীয়তেই হারাম ছিল।আমীরুল মো’মিনীন সাইয়্যিদীনা মাওলা আলী আলাইহিস সালামার প্ৰতি উক্ত বিষয়ের বৰ্ণনাকারী যদি তার বৰ্ণনা দ্বারা পবিত্ৰ শানে মুরতাদ্বাভীতে অপবাদ দিতে চায,তাহলে তিনি খারেজী,নাসেবী ও মরদুদ জাহান্নামী হবেন।
আর যদি শরীয়তের প্ৰয়োজন বিহীন উহা বয়ান করেন তবে তিনি সাধারন মানূষকে পেরেশানকারী বেউকুপ,আহমক্ব,বদ আকল ও বে আদব বলে গণ্য হবেন।
[তথ্যসূত্রঃ ফাতওয়ায়ে রেজভীয়ার দশম খন্ডের ৮৪ নং পৃষ্ঠার (১২ খন্ডের সেটের) ২৭ নং মাসআলা]