সনদে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-২য় পর্ব:
🖋কৃতঃ মহিউদ্দিন ফাহিম
ইলমে ফিক্হে আল্লামা জালাল উদ্দিন আল ক্বাদেরী রাহিমাল্লাহুল্লাহু পর্যন্ত ২য় সনদ:
১.ইমামুল মুরসালীন, রহমাতুললিল আলামীন হযরত মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা থেকে শুনেছেন,
২. রঈসুল ফুক্বাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু আনহু, উনার থেকে শুনেছেন,
৩. হযরত আলক্বামা রদ্বিয়াল্লাহু আনহু, উনার থেকে শুনেছেন,
৪. হযরত ইব্ররাহীম ইবনে ইয়াজীদ নখঈ রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৫.হযরত হাম্মাদ ইবনে সুলাইমান রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৬.হযরত ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৭. ইমাম আবু আব্দিল্লাহ ক্বাযী মুহাম্মাদ ইবনে হাসান আশ শায়বানি রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৮.শায়খ আবু হাফস কবীর আহমদ ইবনে হাফস বুখারী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৯.শায়খ আবু আব্দিল্লাহ আবু হাফস সগীর মুহাম্মদ ইবনে আহমদ আবু হাফস বুখারী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১০.শায়খ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হারেসী কালাবাযী সাবযমুনী (যিনি মুসনাদে ইমাম আবু হানিফা গ্রন্হের সংকলক) রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১১.শায়খ আবু বকর মুহাম্মদ ইবনে ফদ্বল বুখারী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১২.শায়খ ক্বাযী আবু আলী হোসাইন ইবনে খিযির নাসাফী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৩.শায়খ আব্দুল আযিয ইবনে আহমদ হালাওয়ানী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৪.মাবসুত গ্রন্হের লেখক, শামসুল আইম্মাহ শায়খ আবু বকর মুহাম্মদ ইবনে সাহল সারাখসি রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৫. শায়খ ফখরুল ইসলাম আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ বাযদভী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৬. হেদায়া গ্রন্হের লেখক, শায়খ বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনে আবু বকর ফারগানী মুরগীনানী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৭. শামসুল আইম্মা শায়খ আবুল ওয়াজেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আব্দুস সাত্তার উমুদী কারদারী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৮. কানযুদ্দাক্বায়েক্ব গ্রন্হের লেখক, শায়খ আবুল বারাকাত হাফেয উদ্দীন আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৯.শায়খ আবুল ফযল আলা উদ্দিন আব্দুল আযীয নসর বুখারী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২০. হেদায়া গ্রন্হের ব্যাখ্যাকার শায়খ আবু মুহাম্মদ জামাল উদ্দিন উমর ইবনে মুহাম্মদ খাবাযী খাজন্দী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২১.শায়খ আলা উদ্দিন আলী আহমদ ইবনে মুহাম্মদ সিরামী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২২. শায়খ আবু হাফস সিরাজ উদ্দিন উমর ইবনে আলী কেনানী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৩. ফাতহুল ক্বদীর গ্রন্হের লেখক, শায়খ কামাল উদ্দিন ইবনে আবুল ওয়াহিদ ইবনে হুম্মাম রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৪. হালব ও কায়রোর বিচারক, শায়খ আবুল বারাকাত সিররুদ্দীন আব্দুল বার মুহাম্মদ ইবনে শাহনাহ রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৫. যীলী গ্রন্হের ব্যাখ্যা গ্রন্হের টীকা লেখক, শায়খ আবুল আব্বাস শিহাব উদ্দিন আহমদ ইবনে ইউনুছ ইবনে শালভী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৬. শায়খ নুরুদ্দিন আলি ইবনে মুহাম্মদ গানিম মুক্বাদ্দসী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৭. শায়খ মুহাম্মদ মুহিব্বী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
****২৮. *শায়খ মুহাম্মদ মুহিব্বী এবং *শায়খ আলী ইবনে গানিম মুক্বাদ্দাসী**** রহমাতুল্লহি আলাইহিমা, উনাদের থেকে শুনেছেন,
***২৯. মারাক্বিউল ফালাহ গ্রন্হের লেখক শায়খ হাসান ইবনে আম্মার শরনবুলালী রহমাতুল্লহি আলাইহি, উনাদের থেকে শুনেছেন,
***৩০. শায়খ আব্দুল হাই ইবনে আব্দুল হক শরণবুলালী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
***৩১. শায়খ আলীম উদ্দিন সুলায়মান ইবনে মোস্তফা মানসূরী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
***৩২.শায়খ হাসান ইবনে নুরুদ্দিন মুক্বাদ্দাসী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন, উনার আপন উস্তাদ
***৩৩. শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল মু’তী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৪. মিশরের মুফতিয়ে আযম মারাক্বিউল ফালাহ ও দুররুল মুখতার গ্রন্হদ্বয়ের টীকা লেখক, ইমাম, শায়খ , সৈয়্যদ আহমদ ইবনে মুহাম্মদ ত্বাহত্বাভী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৫. মক্কা মুকাররমার মুফতিয়ে আহনাফ শায়খ সৈয়্যদ মুহাম্মদ ইবনে সৈয়্যদ হোসাইন কুতুবী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৬.মসজিদে হারাম শরীফের ইমাম শায়খ সৈয়্যদ মুহাম্মদ সালেহ কুতুবী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৭. আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মক্কী কুতুবী খিলাওতী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৮. শায়খুল কুল মাওলানা মুহাম্মদ গুল কাবূলী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩৯.সদরুল আফাযিল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৪০. শায়খুল হাদীস সৈয়্যদ মুহাম্মদ নুরুচ্ছফা নঈমী রহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৪১.খতীবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আলক্বাদেরী রহমাতুল্লহি আলাইহি।
হে আল্লাহ নবীজির উছিলায় উনাদের সম্মান বৃদ্ধি করো। আমীন।
(চলবে)