বাণী চিরন্তনীঃ হক্কানী উলামায়ে কেরাম ইলমে দ্বীনের ধারক বাহক

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বাণী চিরন্তনীঃ হক্কানী উলামায়ে কেরাম ইলমে দ্বীনের ধারক বাহক। আজকাল মানুষ দুই একটা বই পড়েই নিজেকে মহাপন্ডিত মনে করে, গুগুল থেকে, ওয়েবসাইট থেকে কয়েকটা হাদিস পড়েই শিরক, বিদআত ফতোয়া শুরু করে দেয়। আসলে দ্বীন ইসলামের পরিষ্কার কোন concept তাদের জানা নেই এটা তারা নিজেরাও বুঝে কিন্তু তাও অন্ধের মত নিজের পছন্দের ব্যক্তিকে অনুসরণ করে। মুখে শুধু বুখারী-মুসলিম জপে অথচ তারা কয়েক শত হাদিস না পড়েও লাখো লাখো হাদিসের হাফেজদেরকে অবহেলা করে, তুচ্ছাজ্ঞান করে, প্রকৃত আলেম ও ইমামগণের লেখা কিতাবকে তুচ্ছা-তাচ্ছিল্য করে। এই উক্তিটি তাদের জন্যঃ

🌱হযরত হুসাইন আল-লুঅ্’লুয়ী ‘রাহমাতুল্লাহি আলাইহি’ বলেন,

“আমার চল্লিশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে যে, বুকে কিতাব না রেখে কখনো দাঁড়াইনি এবং ঘুমাইনি।”

(সহীহ জামে বায়ানিল ইলম ওয়া ফাদ্বলিহী-৫০৮ পৃষ্ঠা) 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments