প্রশ্ন : রমজানের প্রথম রােযা যেদিন রাখা হবে ঐ বছর ঐ দিনে ঈদুল আজহা পালিত হবে -এমন নিয়ম কি শরীয়তের বিধানে রয়েছে? জানতে আগ্রহী। যেমন- গতবার রােযা ও বকরী ঈদ সােমবারে হয়েছে।

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

📌ইমাদ উদ্দীন জামাল ফাজিলপুর মাদরাসা, মনুমুখ, বালাগঞ্জ, সিলেট

🖋উত্তর ঃ শরীয়তের বিধান মতে উপরােক্ত হিসাব স্থায়ী ও চূড়ান্ত নয়। কোন কোন সময় হতে পারে, সম্ভাবনা আছে। তবে ‘আজাইবুল মাখলুকৃাত’র বরাত দিয়ে আল্লামা আবদুর রহমান ছফুরী রহমাতুল্লাহি তাআলা আলায়হি স্বীয় রচিত ‘নুযহাতুল মাজালিস’-এ হযরত ইমাম জাফর সাদিক্ব রদ্বিয়াল্লাহু তা’আলা আনহু’র একটি বর্ণনা উপস্থাপন করে বলেছেন যে, গত বৎসর রমজানুল মুবারকের পঞ্চম তারিখ পরের বৎসর রমজানুল মুবারকের প্রথম তারিখ একই দিন হয়ে থাকে এবং উক্ত বর্ণনাকে পঞ্চাশ বৎসর ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, আর সঠিক পাওয়া গেছে। তবে ‘নুযহাতুল মাজালিস’ ছাড়া অন্য কোন প্রামাণ্য কিতাবে ইমাম জাফর সাদিক রদ্বিয়াল্লাহু তাআলা আনহু উপরােক্ত বর্ণনা প্রদত্ত হয়েছে কিনা? তা আমার দৃষ্টিগােচর হয়নি। হ্যাঁ, নুযহাতুল মাজালিস’র বর্ণনাকে পরীক্ষা করে দেখলে বাস্তবতা বেরিয়ে আসবে। আর প্রশ্নোল্লিখিত নিয়মটি এ যাবৎ কোন প্রামাণ্য কিতাবে আমার নজরে আসেনি, আল্লাহ রসূলই ভাল
জানেন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment