পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
ইশকে নবীর ফোয়ারা কোথায়
কতটা গভীর কতটা অতল
লাজুক আশিক পিয়াস মেটায়
আবরু লুকায় টানিয়ে আঁচল।
এই সুধা কভু মিটে না
যতই থাকুক পুষ্প মধু
তার সন্ধান সবে মেলে না
হয়ে সাধু বিমূঢ় বিধু।
আমার মত কত পাপী
পাপের ভারে নতশির
কলম হাতে রাত্রি যাপি
নিদ্রায় জারি সকল নীড়।
সেই প্রেমের পিয়াস মেলে
পাগল হয়ে জীবন বাঁচি
আহমদ রেজা দিলেন খুলে
নাত গজলে দরিয়া সেঁচি।
শুষ্ক মরু ছিল, নয়ন ভারি
মিটল পিয়াস অন্তরেতে
সিক্ত নয়নে হল অশ্রু জারি
মুগ্ধ হলাম দুহাত পেতে।
ইয়া রেজা সালাম জেনো
আখিরাতে, তারও আগে
তোমার দয়ায় মিলেছে যেন
উহুদের স্বর্ণ, মুদ্রা ভাগে।
✍️ মুহাম্মদ আছরার উদ্দীন ফয়েজ