২য় হাদিসঃ ইসলামের ভিত্তী পাচঁটি

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

২য় হাদিসঃ ইসলামের ভিত্তী পাচঁটি
عَنْ‏   ‏ابْنِ عُمَرَ‏  ‏رَضِيَ  اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ قَالَ   رَسُولُ  اللَّهِ ‏ﷺ   ‏بُنِيَ   الْإِسْلَامُ   عَلَى    خَمْسٍ  شَهَادَةِ  أَنْ  لَا    إِلَهَ  إِلَّا  اللَّهُ  وَأَنَّ  ‏مُحَمَّدًا رَسُولُ   اللَّهِ    وَإِقَامِ   الصَّلَاةِ   وَإِيتَاءِ    الزَّكَاةِ     وَالْحَجِّ   وَصَوْمِ رَمَضَانَ. (متفق عليه)
উচ্চারণ:   ‘আন   ইবনে     ওমারা   রাদিয়াল্লাহু    ‘আনহু     ক্বালা, ক্বালা      রাসুলুল্লাহি   ﷺ     বুনিয়াল   ইসলামু   আলা    খামছিন, শাহাদাতি    ‘আন     লা   ইলাহা   ইল্লাল্লাহু      ওয়ান্না   মুহাম্মাদান রাসূলুল্লাহি   ওয়া    ইকামিস  সালাতি  ওয়া  ইতায়িজ  যাকাতি  ওয়াল          হাজ্জা        ওয়া        সাওমি        রামাদান।        (মুত্তাফাক্বুন আলাইহি)

অনুবাদ: ইবনে ওমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। নবী ﷺ   এরশাদ    করেন-   ইসলামের   ভিত্তী    পাচটি,   ১:   সাক্ষ্য দেওয়া যে,   আল্লাহ ছাড়া  কোন ইলাহ  নেই, এবং    মুহাম্মাদ ﷺ    আল্লাহর  রাসুল,   ২:  নামাজ  কায়েম  করা,  ৩:  যাকাত প্রদান করা, ৪: হজ্ব   আদায়  করা এবং  ৫: রমাজানে   রোযা পালন করা।

[সহীহ বুখারী,  অধ্যায়:    অজু, ৪/১৬৪১ হা:  ৪২৪৩;   সহীহ মুসলিম, অধ্যায়: ঈমান ১/৪৫ হা: ১৬]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment