সূফী কারা?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত বায়েজীদ বোস্তামী رحمة الله عليه

কে কেউ একজন  জিজ্ঞেস করলেন— সূফী কারা?

তিঁনি উত্তর দিলেন— সূফী হচ্ছে ঐ ব্যক্তি যিনি তার দক্ষিণ পার্শ্বে আল্লাহ’র কিতাব এবং উত্তর পার্শ্বে  রাসুলের সুন্নত আঁকড়ে ধরে।  এক চোখ দিয়ে জান্নাত দেখে আর অপর চোখ দিয়ে দেখে জাহান্নাম।  দুনিয়াকে রাখে পিছনে আর আখিরাতকে জড়িয়ে ধরে ; আর এ দুইয়ের মাঝে  মাওলার কাছে এভাবে হাজিরা দিয়ে থাকে— লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক  (আমি হাজির। হে আল্লাহ, আমি হাজির)। 

[শাতহাতে সূফিয়া-৯৬ পৃষ্ঠা,  আল্লামা আব্দুর রহমান আল-বাদাভী]    

হে আল্লাহ ! আমাদেরকে সত্যিকার সূফী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আধ্যাত্মিক জগতের হিরন্ময় তাজ যার মুবারক মস্তকে শোভিত, সেই ক্ষণজন্মা, যুগশ্রেষ্ঠ, মহান মরমী কবি আল্লামা রুমী রহিমাহুল্লহুর আল্লহ ও রসূল ﷺ প্রেমে সুরভিত অমর, কালজয়ী কাব্যগ্রন্থ ‘মসনবী শরীফ’ থেকে শাশ্বত, চিরন্তন দু’টি চরণঃ 

“এক জামানা সোহবতে বা আউলিয়া 

বেহতর আজ ছদ সালে বেরিয়া।”

অর্থাৎ আল্লহর অলীর সঙ্গে এক মুহূর্তের সুহবত, রিয়াবিহীন হাজার বছর নফল ইবাদত অপেক্ষাও উত্তম। (সুবহানআল্লাহ)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment