পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।
শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি
খোদা তোমার মেহেরবানী।।
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন।
ক্ষুধা পেলে অন্ন জোগাও।
মানি চাইনা মানি।।
খোদা! তোমার হুকুম
তরক করি আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস
দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে।
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী।।





Users Today : 509
Users Yesterday : 677
This Month : 7084
This Year : 178955
Total Users : 294818
Views Today : 8474
Total views : 3514603