পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো
আপনে নয়নে কবে জানি,
নূর নবীকে আমি দেখবো (ঐ)
এই কান্দনের কবে জানি হবে সমাধী
কেঁদে বুকের মাঝে হয়েছে নদী
সেই নদী কেঁদে বলে সাগর বানবো (ঐ)
সবাই আছে আমার তবু মনে হয় আমি একা
ততদিন লাগবে একা – যতদিন পাবনা নবীর দেখা
নবী কে দেখে মনের সুখে কবে আমি হাসবো ।
কান্দি আমি বুকে নিয়ে নবী দেখার আশা
দিনে দিনে বাড়তে আছে নবীর ভালবাসা
আশায় আশায় নয়ন ভাসায় আর কত দিন বাঁচবো।