সবাই তো চলে যায়
কাছে থেকে অজানায়’ – ১
তোমার চলে যাওয়া
এত বিশাদ কেন লাগে
হাজার লাশের ভিরে
তোমার দেহ টা কেন
এত মায়া মায়া লাগে
তুমি ছিলে প্রিয় জন
তুমি আপন জন
তোমায় হারিয়ে লাগে
বড় একা………
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা- ১
‘কালামুল্লাহ বুকে হাফিজে কুর-আন
তোমায় হারিয়ে সবে কাদে পেরেশান’ – ১
নামে আশরাফ তুমি ছিলে ও শারাফ
তোমার তুলোনা ছিলে তুমি একা
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা’- ১
ছিলে তুমি শিল্পির শিল্প নগড়
তোমায় হারিয়ে শোকে সবাই পাথর – ১
তোমারি অবদান শুর ছন্দ গান
বড় প্রয়োজন ছিলো বেঁচে থাকা
ছাকাল্লাহু ছারাকা
ওজায়ালাল জান্নাতা মাসওয়াকা’- ১
যুব সমাজের তুমি বার্তা বাহক
ক্ষনিকের পৃথিবিটা যেন এক ঝলক’ – ১
সময় যে হাতে নাই
পালাবার পথ নাই
মরনের তরে সদা তৈরি থাকা
সবাই তো চলে যায়
কাছে থেকে অজানায়’ – ১
তোমার চলে যাওয়া
এত বিশাদ কেন লাগে
হাজার লাশের ভিরে
তোমার দেহ টা কেন
এত মায়া মায়া লাগে





Users Today : 201
Users Yesterday : 767
This Month : 14623
This Year : 186494
Total Users : 302357
Views Today : 5423
Total views : 3582166