পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
বাবা তুমি কেমন আছো,
ছোট্ট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে,
পড়ছে বারে বারে-১
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১
কত আদর কত স্নেহ,
তোমার কাছে পেলাম
সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম-১
ভালোবাসি তোমায় বাবা
বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১
তোমার মত আপন কেহ
পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে
আশ্রুতে যাই ভিজে-১
সুখে থেকো পরম সুখে,
জান্নাতের ভিতরে
তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে
বাবা গো ও ও ও বাবা
বাবা গো ও ও ও বাবা-১