আমার মনের ঘরেতে, রেখেছি যারে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে-১
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম
ওই মদিনায় দেখার লাগি, উড়ে যাইতাম-১
হৃদয় জুরে দেখতাম আমি-১ নয়নও ভরে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে।
আমার মনের ঘরেতে, রেখেছি যারে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মোর নবীজির উসিলাতে, আল্লাহ কবুল করে-১
সাফায়াতের বিচারেতে,সাফায়াতের বিচারেতে দেখা দিও রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
আমার মনের ঘরেতে, রেখেছি যারে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১
আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে-১
আমার মনের ঘরেতে রেখেছি যারে-১
দোজাহানের বাদশা,নবী কামলিওয়ালা রে-১