৪৫০ বছর পূর্বে এ বাহন দ্বারা যিনি পানিতে সফর করেছিলেন

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

৪৫০ বছর পূর্বে যিনি বাগদাদ হতে ভারতে এই বাহন দ্বারা পানিতে সফর করেন ।

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ۖ

“নিঃসন্দেহে সাফা ও মারওয়াহ (পাহাড়) আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম।”

[পবিত্র কোরআন আল বাকারা 2/158 ১ম অংশ]

আল্লাহর রহমত ও আল্লাহর দেওয়া আধ্যাত্মিক ক্ষমতা প্রাপ্ত আল্লাহর নেক বান্দা গন পৃথিবীর যে স্থানে গিয়েছেন সেখানে আল্লাহর রহমত (নিদর্শন দ্বারা পাঠিয়েছেন) সে রকমই একটি নিদর্শন কিশতি বা কাশতী বা জল-বাহন।

আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে বাগদাদ শহর থেকে হজরত সৈয়দ শাহ আজমাতুল্লাহ কোরাইশি রহমাতুল্লাহি আলাইহি এই বাহনের দ্বারা হাফেজপুর (হাফেজপুর, মুন্সিরহাট,হাওড়া,পশ্চিমবঙ্গ) গ্রামে আসেন।। সেখানেই তার অবস্থান ও ইসলামের প্রচার ও দ্বীনের দায়িত্ব গুলি পরিপূর্ণ করে নিজ বাসস্থানে শায়িত আছেন।। তাঁর এই নিদর্শন কিশতি আজো জীবিত পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে।।

বছরের বিশেষ কয়েক দিন (শবে বরাতের রাত্রি) তা জনসাধারণের জিয়ারতের জন্য বাইরে রাখা হয়।

বিঃদ্রঃ- আধ্যাত্মিক ক্ষমতা সমস্ত বিজ্ঞানের উর্ধ্বে, এই আপনার জ্ঞান যেখানে সমাপ্তি সেখান থেকে Spirituality শুরু।।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment