স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস, রাগ ও অভিমানের স্ট্যাটাস, ভালোবাসার স্ট্যাটাস অনেকেই খোঁজ করে থাকেন । তাদের জন্য খুবই সুন্দর সুন্দর স্বামী স্ত্রীর স্ট্যাটাস শেয়ার করা হলো ।

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস

আল্লাহ রাব্বুল আলামীন স্বামী ও স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন। এই ভালবাসাকে যে সম্মান করবে, মজবুত করে ধরে রাখবে, অবহেলা করবে না, আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তিতে ভরে দেবেন । স্বামী ও স্ত্রী একে অপরকে যত বেশি ভালবাসবে তাদের মধ্যে ভালোবাসার কারণে সংসার সুখ শান্তিতে ভরে যাবে ।

একে অপরকে উপহার দিলে দুজনের মধ্যের ভালোবাসা মজবুত হয় । এছাড়া যদি একে অপরকে ছেড়ে দূরে থাকে, তাহলে মন মাতানো কিছু ইসলামিক স্ট্যাটাস পাঠালে একে অপরের প্রতি ভালোবাসার টান সৃষ্টি হয় ।

নিম্নে কিছু কোরআন ও হাদিস থেকে, ইসলামিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ও সাধারণ সুন্দর স্ট্যাটাস তুলে ধরা হলো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে ।

পবিত্র কুরআন ও হাদিস থেকে স্ট্যাটাস

যে সমস্ত স্বামী ও স্ত্রীরা ইসলামী স্ট্যাটাস একে অপরকে শেয়ার করে থাকেন অথবা একে অপরকে শেয়ার করতে চান, তাদের জন্য পবিত্র কুরআন ও হাদিস থেকে খুবই সুন্দর কিছু উক্তি তুলে ধরা হলো । এগুলি শেয়ার করলে অনেক জ্ঞান বৃদ্ধি পাবে এবং একে অপরের মর্যাদা বুঝতে পারবে । ইন শা আল্লাহ

(১) তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।’ (সূরা রূম : ২১)

(২) ‘যদি তোমরা কোনো কারণে তাদের অপছন্দ করো, তাহলে হয়তো তোমরা এমন একটি বস্তুকে অপছন্দ করলে, যাতে আল্লাহ তায়ালা প্রভুত কল্যাণ রেখেছে।, (সূরা নিসা : ১৯)

(৩) যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের আশা করা বৃথা।আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না (সূরা : হুজুরাত, আয়াত : ১২)

(৪) ‘কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে অপছন্দ না করে।’ (সহিহ মুসলিম,সুনানে ইবনে মাজা)

(৫) ‘তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো।’ (তিরমিজি)

(৬) ‘তোমাদের মধ্যে সেই নারী উত্তম, যে তার স্বামীর কাছে উত্তম।’ (জামে তিরমিজি)

(৭) ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (রিয়াদুস সালিহীন)

(৮) স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করলে দুজনের মধ্যেকার ভালোবাসা বৃদ্ধি পায় ।’আম্মাজান আয়িশা (রাঃ) বলেন, আমি ও নবী (সাঃ) একই পাত্র হতে গোসল করতাম। (সহিহ বুখারী- ২৫০)

(৯) স্বামী ও স্ত্রী একই পাত্রে পানি পান করলে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে ।আমাজন আয়িশা (রাঃ) বলেন পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম দয়ার নবী (সাঃ) সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন (মুসলিম)।

(১০) নবী (সাঃ ) বলেন, ‘যদি আমি কোনো মানুষকে অপর কারও জন্য সিজদা করার অনুমতি দিতাম, তবে নারীকে তার স্বামীকে সিজদা করতে নির্দেশ দিতাম’ (তিরমিজি)

(১১) ‘যদি কোনো স্ত্রী এমতাবস্থায় মারা যায় যে, তার স্বামী তার ওপর সন্তুষ্ট, তবে সে জান্নাতে প্রবেশ করবে’ (তিরমিজি)

(১২) ‘যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা সেই নারীর প্রতি লানত দিয়ে থাকে’। (তিরমিজি)

ইসলামিক জ্ঞানের আলো থেকে রচনা করা কিছু ইসলামিক স্ট্যাটাস । রচনা করেছেন আব্দুল আজিজ ।

(১) ‘যে সংসারে স্বামী-স্ত্রীর মাঝে মহব্বত বেশি হবে, সে সংসার সুখ শান্তিতে ভরে যাবে’।

(২) ‘যাকে ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ, তাকে কষ্ট দাও কেন’। ?

(৩) ‘স্বামী ও স্ত্রীর ভালোবাসা আল্লাহর দান, সেই ভালোবাসাকে কখন করনা এম অসম্মান’।

(৪) ‘যে নারী স্বামীকে খুশি রাখে, সে জান্নাতের পথেই থাকে’।

(৫) ‘স্ত্রীর দোষগুলি ক্ষমা করে দেওয়া উত্তম স্বামীর বৈশিষ্ট্য’।

(৬) ‘স্বামী ও স্ত্রীর ভালোবাসা মহামূল্যবান,হাদিসের পাতা খুলে দেখো পেয়ে যাবে প্রমাণ’।

(৭) ‘যদি তুমি সত্যি তাকে ভালোবাসো, তাহলে পরকীয়ার পথে কেন হাঁটো?’।

(৮) ‘পরকীয়া নিকৃষ্ট কাজ, তিলে তিলে নষ্ট করে সুখের সংসার’।

(৯) ‘সবকিছু ছেড়ে যে নারী আজ তোমারি ঘরে, তাকে তুমি কষ্ট দাও কি করে?’।

(১০) ‘প্রবাসে থাকো তুমি আমি থাকি দেশে,তোমার অপেক্ষায় চেয়ে থাকি পথে’।

(১১) ‘পবিত্র ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে,
মনে রেখো সারা জীবন অমর হয়ে থাকে’।

(১২) ‘মনে আনন্দ বাড়ে তুমি কাছে এলে,
কষ্ট লাগে অনেক বেশি দূরে তুমি গেলে’।

(১৩) ‘ধরে রেখো আমার হাত মজবুত করে,
দুঃখ ও কষ্ট এলে যেন দিওনা হাত ছেড়ে’।

(১৪) ‘সুখের ছোঁয়া পাবে ধরে রাখো হাত, কখনো একে ওপরের ছেড়ো না হাত’।

(১৫) স্বামী-স্ত্রীর ভালোবাসা এ জগতে যেমন,
মৃত্যুর পরেও জান্নাতে রয়ে যাবে তেমন’।

(স্বামী ও স্ত্রী যদি ইসলামী তরিকায় জীবন যাপন করে তাহলে জান্নাতেও তারা একে অপরকে পাবে)

স্বামী স্ত্রীর ভালোবাসা ও অভিমানের স্ট্যাটাস

স্বামী স্ত্রীর ভালোবাসা ও অভিমানের স্ট্যাটাস, আশা করি এই স্ট্যাটাস গুলি আপনাদের খুব ভালো লাগবে । এগুলি সাধারণ স্ট্যাটাস । এগুলির ভাব খুব সুন্দর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

(১)
‘তোমার মাঝেই খুঁজে পাই
জীবনের যত আলো,
আমার সবকিছু দিয়ে
বাসি তোমায় ভালো’ ।
আমার সবটা উজাড় করে
আগলে তোমায় রাখি,
তুমি ছাড়া বলো আমি,
কেমন করে থাকি?’।

(২)
‘রাতের দেখা স্বপ্ন তুমি
তুমি চাঁদের আলো,
আমার সকল কিছু দিয়ে
বাসি তোমায় ভালো’।

(৩)
‘রাগ অভিমান ভালবাসা
সবই তোমায় ঘিরে,
বারে বারে তাইতো আসি
তোমার কাছে ফিরে’।

(৪)
‘ছায়ার মত থাকবো আমি
সারা জীবন তোমার পাশে,
তুমি আমার কাছে থেকো,
আমায় ভালোবেসে’।

(৫)
‘যত ভালো বাসা পেয়েছি
তোমার কাছ থেকে,
দুষ্টু এই মন চাই
আরো বেশি পেতে’।

(৬)
‘ও প্রিয়া শোনো গো
তোমায় বাসি ভালো,
তুমি আছো এই জীবনে
তাই তো এত আলো’।

(৭)
জীবনসঙ্গী হয়ে তুমি
এসেছো মোর জীবনে,
রেখো তুমি এমনইসুখে
ভালোবাসা দিয়ে’।

(৭)
জীবনসঙ্গী হয়ে তুমি
এসেছো মোর জীবনে,
রেখো তুমি এমনইসুখে
ভালোবাসা দিয়ে’।

(৮)
‘পথ চেয়ে থাকি আমি
তোমার অপেক্ষায়’
সারা জীবন কাটে যেন
তোমার ভালবাসায়’।

(৯)
‘আজকে তুমি কষ্ট পেলে
কষ্ট পাবো আমি,
তোমার মত কাছের মানুষ
কোথায় পাবো আমি?’।

(১০)
কে তুমি রাগ দেখালে
কষ্ট পাবো তাতে,
কালকে দূরে চলে গেলে
রাগ দেখাবে কাকে?’।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment