কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (৩৩৮)
দু‘আতে হাত উঠানো কি রকম?
দু‘আতে উভয় হাত বরাবর উঠানো সুন্নাত।
➥ [আত তিরয়াকুন নাফে:৪৭]
❏ মাসয়ালা: (৩৩৯)
দু‘আর সময় আসমানের দিকে হাত উঠানোর কি হুকুম? দু‘আর সময় আসমানের দিকে হাত উঠানো উচিত নয়।
➥ [আত তিরয়াকুন নাফে]
দু‘আর শুরুতে হামদ-দরূদ পাঠ ও কেবলামুখী হওয়া সুন্নাত।
❏ মাসয়ালা: (৩৪০)
নাপাক অবস্থায় কোরআন মজীদ স্পর্শ করা এবং কোরআন বিশিষ্ট বক্স উঠানোর কি হুকুম?
নাপাক অবস্থায় কোরআন মজীদ স্পর্শ করা এবং কোরআনের বক্স উঠানো নিষিদ্ধ ও হারাম।
➥ [আত তিরয়াকুন নাফে:১৮]
❏ মাসয়ালা: (৩৪১)
হায়েয অবস্থায় মহিলাদের সাথে সহবাস করা বৈধ কিনা?
জেনে শুনে হায়েয অবস্থায় মহিলাদের সাথে সহবাস করা হারাম ও কবরী গুনাহ। ইমাম শাফেয়ীর নিকট হালাল বুঝা কূফরী।
➥ [আত তিরয়াকুন নাফে:২০]
❏ মাসয়ালা: (৩৪২)
সমুদ্রের মাছে কি মহিলাদের মত যৌনিপথ রয়েছে?
হ্যাঁ মহিলাদের মত সমুদ্রের মাছেও যৌনিপথ রয়েছে। অনেক মাঝিরা তাদের সাথে মিলন করে তখনও গোসল ওয়াজিব হবে যদি বীর্যপাত হয়। তবে তা করা হারাম ও গুনাহের কাজ।
❏ মাসয়ালা: (৩৪৩)
মানুষকে বশর কেন বলা হয়?
হ্যাঁ বশর দ্বারা বনী আদম বুঝানো হয়। তার কারণ; তাদের বশর তথা বাহ্যিক চামড়া প্রকাশিত থাকে।
➥ [জাওহারাতুত তাওহীদ, ১৪১]
❏ মাসয়ালা: (৩৪৪)
একটি হরিনের ঘটনা যেখানে রয়েছে, নবী (ﷺ) হরিণের মায়ের সাথে কথা বলেন, তার দু’জন বাচ্চাকে দুধ পান করানোর কথা রয়েছে তা কতটুকু সত্য।
মুহাদ্দিসীনগণ এহাদিসকে জাল বলেছেন।
➥ [জাওহারা:১৪০]