নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী করা উম্মতের দায়িত্ব:
হাদীছ শরীফে বর্ণিত হয়েছে-
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْحَسْنَاءِ، عَنِ الْحَكَمِ، عَنْ حَنَشٍ، قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ .

অর্থ : “হযরত হানাশ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু উনাকে দুটি দুম্বা কুরবানী করতে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি? (দুটি কেন?) পবিত্র জবাবে তিনি ইরশাদ মুবারক করেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ওছিয়ত মুবারক করে গিয়েছেন যে, আমি যেন উনার পবিত্রতম পক্ষ হতে কুরবানী করি। সুতরাং আমি উনার পক্ষ থেকে (একটি) কুরবানী করতেছি।” (আবূ দাঊদ শরীফ ২৭৯০, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ)
উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব ও কর্তব্য হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুনবানী করা। এর মাধ্যম দিয়ে আমরা লাভ করবো অফুরন্ত নিয়ামত।






Users Today : 333
Users Yesterday : 767
This Month : 14755
This Year : 186626
Total Users : 302489
Views Today : 35092
Total views : 3611835