পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
মাসয়ালা (১) - কুরবানীর পশু খুব সুন্দর রিষ্ট-পুষ্ট হওয়া। জবেহ করার পূর্বে ছুরিতে ধার দিয়ে নেয়া। জবেহ করার পর প্রাণ বের হয়ে গেলে হাত পা কেটে চামড়া ছাড়ানো। জবেহ করার পদ্ধতি নিজের কুরবানী নিজে করা। জবেহ করতে না জানলে জবেহ করার সময় উপস্থিত থাকা। (আলমগীরি ও বাহারে শরীয়ত)
মাসয়ালা(২) - কুরবানীর পশু মুসলমানের দ্বারা জবেহ করাতে হবে। কোনো অগ্নিপূজক অথবা কাফের ও মুশরিক দ্বারা জবেহ হলে কুরবানী হবেনা। বরং উক্ত পশুকে হারাম এবং মৃত মনে করতে হবে। কাফেরের সাহায্য নিয়ে কুরবানী করলে কুরবানী হয়ে যাবে কিন্ত মাকরূহ হবে (বাহারে শরীয়ত)।






Users Today : 337
Users Yesterday : 759
This Month : 5371
This Year : 177242
Total Users : 293105
Views Today : 5440
Total views : 3460551