হযরত আলি (রা.) ও মুয়াবিয়া (রা.)’র মধ্যকার যুদ্ধে শহীদগণ জান্নাতি

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত আলি এবং হযরত মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুমাদ্বয়ের মধ্যকার সিফফিন যুদ্ধের শহীদরা জান্নাতি

বিখ্যাত প্রাচীন কিতাব,মুসান্নাফে আবি শায়বাহ তে বিশুদ্ধ উল্লেখ আছে,মুসলিম শরিফের রাবী ইয়াযীদ বিন আল-আসিম বলেন,

قال:سئل علي عن قتلى يوم صفين، فقال: قتلانا وقتلاهم في الجنة

—”আমি আলি كَـرَّمَ اَلـلَّـهُ تَبَـارَكْ وَتـَعٰالى وَجْهَـهُ الْكَـرِيْـمُ কে সিফফিনের শহীদদের ব্যাপারে জিজ্ঞেস করলাম।উনি বললেন,❝আমাদের পক্ষের এবং ওদের পক্ষের শহীদরা জান্নাতে যাবে❞!

দারু কুনূওয রিয়াদ হতে প্রকাশিত কিতাবের ২১তম খন্ডের ৫৩৫ পৃষ্ঠায় তাহক্বিক কারী বলেন হাদীসটি বিশুদ্ধ।

[মুসান্নাফে ইবনে আবি শায়বা,১৫/৩০৩

ইমাম ইবনে আসাকির,তারিখে দামেষ্ক,৫৯/১৩৯

সুনানু সাঈদ বিন মানসুর,৩/৩৪৪-৩৪৫

ইবনে আবি জুরাদাহ,বুগইয়াতুত ত্বালিব,১/২৯৭]

ইমাম তাবারানী, মুজামুল কাবীর গ্রন্থে ১৯তম খণ্ডের ৬৮৮ পৃষ্ঠায়,জা’ফর বিন বারক্বান হতে যায়দ বিন আবি আযরক্বার সূত্রে বর্ণনা করেছেন।

(ছবিতে মুজামুল কাবীর)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment