লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কাব্যানুবাদঃ মাহদি গালিব

নজরে না পড়ে তোমার তুলনা

সাদৃশ্য সৃষ্টিতে জানি জন্মাবে না

অটুট রাজমুকুট তো সম্মাননা

দুজগৎ মাঝে তুমি এমনি জনা।

সাগরে ঝড়ে আধাঁরে একাকার

উতলা ঢেউয়ের দোলা দেয় হুংকার

মোর জীবন তরী হায় তারি মাঝার

করুণা করে তীরে তরী ভিড়াও না।

হে দিনমণি দেখেছ মোর রজনি

মদিনাতে গিয়ে বলো এই কাহিনি

তোমার আলোতে ঝলঝল ধরণি

আর অন্তর আঁধার আমার কাঁটে না।

মুখরূপ সকল যেন চাঁদের আঁচল

জুলফি-শ্মশ্রু মমতা মেঘের জল

চন্দন রঙিন রূপে রহমত অতল

বরিষণ করো সেই সিক্ত করুণা।

পিপাসিত আমি তুমি বর্ষণধারা

জুলফি চুলে চুলে মেঘ মনহারা

বরষে বিন্দু রিমঝিম রিমঝিম

দুটি বিন্দু এদিকেও বরষাও না।

হে কাফেলা ফিরে চলা কিছুক্ষণ থাক

তৃষ্ণার্ত মন জ্বালা কিছুটা নিভাক

মোর কলজে কাঁপে ধারাক ধারাক

মদিনাতে তবে কী সে পেয়েছে শোনা!

হায় অসহায় জ্বলে অনলে হৃদয়

প্রাণ কেঁদে কেঁদে পুড়ে হয় নির্দয়

ব্যথা বলব কোথা বলো নিয়ে নিশ্চয়

তুমি বিহনে দিবে কে সান্তনা!

দিয়েছি সঁপে রুহু প্রেমের প্রদীপে

জ্বালাও জীবন প্রেমাগুন প্রতাপে

মোর মন তনু ধন দেই চরণে লেপে

শেষ প্রাণের লেশ জ্বালিয়ে দাও না।

ব্যাস এবার কলম রাখো রেযা

এ কবিতা লেখা নয় কো সোজা

বন্ধুর বাহনা না করতে কাজা

অযোগ্য কলম করেছি চালনা।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment