রাহে ইশক!

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সুন্নাহ’র ওপর আমলের পথে যখন থেকে চলতে শুরু করেছেন, যবে থেকে এক নতুন জীবনের প্রত্যয় নিয়ে মোস্তফার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা চালাচ্ছেন– তখন থেকেই হয়তো কতো মানুষ আপনাকে নিয়ে হাসি-ঠাট্টার আসর জমাচ্ছে। কত আত্মীয়-স্বজনই এর মজা উড়িয়েছে। কষ্ট দূরের মানুষ এর চেয়ে, কাছের মানুষই বেশি দেয়।

নানানরকম কটুক্তি আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। কত-জনে আপনাকে ট্যাগ/লকব লাগিয়েছে কত ধরণের। হতাশ হবেন না। গোলাপ ছুঁতে গেলে, একটু কাঁটার আঘাত তো লাগতেই পারে। মোহাব্বতের রাহেও তেমনি কাঁটা আছে। তবে গন্তব্য– জোছনা স্নাত রাতের মতোই সুন্দর, প্রশান্তিময়। গোলাপের মতো সুগন্ধময়। ভালোবাসা পরীক্ষা নেয়। মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে পরেছেন, পরীক্ষাতো দিতে হবেই। স্বয়ং রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন।

এক ব্যক্তি নবীজি ﷺ কে বললেন– ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ’র কসম নিশ্চয়ই আমি আপনাকে ভালোবাসি। প্রিয় আক্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি কি বলছো? অতঃপর লোকটি তিনবার বললেন– আল্লাহ’র কসম নিশ্চয়ই আমি আপনাকে ভালোবাসি। তখন মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে দুঃখ-কষ্ট-দরিদ্রতার জন্য প্রস্তুত হও। কেননা পানির ঢল যেমনভাবে শেষ পর্যন্ত ধেয়ে চলে, আমাকে যে ভালোবাসে তার দিকে এর চেয়ে দ্রুত দুঃখ কষ্ট ধেয়ে চলে৷ -তিরমিজি শরীফ, হাদীস: ২৩৫০

কষ্ট আসবে, দুঃখ আসবে– কিন্তু প্রেমিক তার মাহবুব এর তরে সব সয়ে নিবে। আর তিনি এমন মাহবুব, যার ভালোবাসার পরীক্ষায় পাশ করলে রয়েছে চিরস্থায়ী শান্তি দিয়ে ঘেরা এক জীবন।

اَحَسِبَ النَّاسُ اَنۡ یُّتۡرَکُوۡۤا اَنۡ یَّقُوۡلُوۡۤا اٰمَنَّا وَ هُمۡ لَا یُفۡتَنُوۡنَ ﴿۲﴾

মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? -সূরা আনকাবুত : ২

وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، عَن رَسُولِ اللهِ ﷺ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الكَافِرِ ». رواه مسلم

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন– রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত।’ -মুসলিম : ২৯৫৬

রব তায়ালার আলিশান ফরমান ও তাঁর হাবীবের প্রিয় হাদীসে মোবারাকাগুলো এটাই নির্দেশ করে, ভালোবাসার রাহে– কষ্ট আপনার সঙ্গী হবে। আমরা হতাশ হব না, না আমরা পিছু হটব। আমার রব আমাদের সাথে আছেন। যার রব আছে সে কি হারালো? আর যার রব নেই সে কি পেলো?

তিনি বলেন– “ভয় পেও না। আমি তোমাদের সঙ্গে আছি। আমি সব দেখি ও শুনি।” – সূরা ত্বহা : ৪৬

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment