চাটাই’র উপর নামায পড়ার বর্ণনা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

৩৮ – بَابُ مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْـحَصِيْرِ

১২৩ – أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِيْ سَعِيْدٍ ، أَنَّهُ دَخَلَ عَلَىٰ رَسُوْلِ اللهِ، فَوَجَدَهُ يُصَلِّيْ عَلَىٰ حَصِيْرٍ يَسْجُدُ عَلَيْهِ.

বাব নং ৫৩. ৩৮. চাটাই’র উপর নামায পড়ার বর্ণনা

১২৩. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু সুফিয়ান থেকে, তিনি হযরত জাবির (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, একদা তিনি, রাসূল (ﷺ) ’র খেদমতে আগমন করেন এবং তাঁকে চাটাই’র উপর নামায আদায় করতে ও সিজদা করতে দেখেন। (মুসলিম, ২/১২৮/১৫৩৭)

ব্যাখ্যা: উপরোক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, মাটির উপর কার্পেট, চাটাই ও বিছানা ইত্যাদি বিছিয়ে নামায পড়া জায়েয। অধিকাংশ ওলামায়ে কিরাম এর উপর একমত। তবে কেউ কেউ মাটির উপর নামায পড়াকে উত্তম বলেছেন। এতে নামাযে একাগ্রতা ও বিনয় সৃষ্টি হয়ে থাকে। ইমাম তিরমিযী

 باب ما جاء فى الصلوة على الحصير অধ্যায়ে লিখেছেন,

-الا ان قومًا من اهل العلم اختاروا الصلوة على الارض استحبابًا 

“কোন কোন আলিম জমির উপর নামায পড়াকে মুস্তাহাব বলেছেন।”   

➥  ইমাম তিরমিযী (رحمة الله), জামে তিরমিযী, খন্ড ২, পৃষ্ঠাঃ  ১৫৩, হাদীস নং ৩৩২, বৈরুত

ইমাম নববী (رحمة الله) এ প্রসঙ্গে কাযী আয়াযের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, যদি জায়নামায মাটির তৈরী না হয়। তাহলে জমির উপর নামায পড়া উত্তম। لان الصلوة سرها التواضع “কেননা জমির মধ্যে বিনয় রয়েছে।”

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment