১.সূরা আল-হাজ্জ: ৩১
২.সূরা আল-আনকাবুত: ৪১
৩.সূরা আর-রা’দ: ১৪
বহু প্রভু থাকলে সবকিছু ধ্বংস হয়ে যেতঃ
১. সূরা বনি ইসরাইল : ৪২
২. সূরা আম্বিয়া : ২২
৩. সূরা নিসা : ৮২
۞ আয়াত ১ :
‘তারা কি অন্যের দ্বারা সৃষ্ট নাকি তারা নিজেরাই স্রষ্টা?’ [সূরা তূর : ৩৫]
۞ আয়াত ২ :
যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, সে যেন আকাশ থেকে ছিটকে ছিল। অতপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। (সূরা আল-হাজ্জ: ৩১)
۞ আয়াত ৩ :
যারা আল্লাহকে বাদ দিয়ে অপরকে অভিভাবক বানায় তাদের উদাহরণ মাকড়সার মতো। সে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে একমাত্র মাকড়সার ঘরই অত্যন্ত দুর্বল। (সূরা আল-আনকাবুত: ৪১)
۞ আয়াত ৪ :
সত্যের আহ্বানে একমাত্র তাঁরই এবং তাঁকে ছাড়া তারা যাদেরকে ডাকে, এরা তাদের কোন কাজে আসে না। ওদের দৃষ্টান্ত এমন যে, কেউ দু’হাত পানির দিকে প্রসারিত করলো, যেন পানি তার মুখে পৌঁছে যায়, অথচ পানি কখনোই তার মুখে পৌঁছায় না। কাফিরদের যতো আহ্বান তা সবই বিফল। (সূরা আর-রা’দ: ১৪)
আল্লাহ্ ব্যতীত একাধিক স্রষ্টা থাকলে কি হত?
۞ আয়াত ৫ :
…لَوْ كَانَ فِيْهِمَا آلِهَةٌ إِلَّا اللهُ لَفَسَدَتَا…
…‘যদি এই উভয়ের মধ্যে (আকাশ ও পৃথিবীতে) আল্লাহ ব্যতীত বহু উপাস্য থাকত তা হলে উভয়ই (আকাশ ও পৃথিবী) ধ্বংস হয়ে যেত’…। [সূরা আম্বিয়া : ২২]
۞ আয়াত ৬ :
…وَ لَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافاً كَثِيْرًا
‘…যদি তা (কুরআন) আল্লাহ্ ব্যতীত অন্য কারও নিকট থেকে আসত,তবে তারা তাতে অনেক অসংগতি পেত।’ [সূরা নিসা : ৮২]