জিজ্ঞাসা–৮৩৯: আসসালামুআলাইকুম। হযরত আমার বাসা মনিপুর। আমার অনেক আত্মীয় স্বজন কুমিল্লাতে থাকেন। আমি মাঝে মধ্যে ওইখানে বেড়াতে যাই। আমার প্রশ্ন, কুমিল্লাতে গেলে কসরের জন্য আমি সফরের দূরত্ব (প্রায় ৮০ কি.মি.) বিবেচনা করবো কোথায় থেকে (মিরপুর নাকি কাচপুর ব্রীজ)? দয়া করে জানাবেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন।–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
যে ব্যক্তি কমপক্ষে ৪৮মাইল (৭৭.২৪৬৪ কিলোমিটার) সফর করার নিয়তে নিজ আবাদীর লোকালয় থেকে বের হয়েছে, সে শরীআতের পরিভাষায় মুসাফির হিসেবে গণ্য হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯ আসারুস সুনান ২৬৩)
ঢাকা শহরের সীমানা হল উত্তরে টঙ্গীব্রিজ, দক্ষিনে বাবু বাজার ব্রিজ,দক্ষিন-পূর্ব দিকে কাঁচপুর ব্রিজ এবং পশ্চিম দিকে গাবতলী ব্রিজ। অর্থাৎ উল্লেখিত ব্রিজগুলোর পূর্ব পর্যন্ত ঢাকা সিটির সীমানা। কেননা উল্লেখিত ব্রিজগুলোর ভিতরের এলাকাগুলো আবাদী ও জনবসতি দ্বারা সংযুক্ত।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী





Users Today : 237
Users Yesterday : 374
This Month : 2384
This Year : 174255
Total Users : 290118
Views Today : 1240
Total views : 3430713