অগ্রীম সংবাদ প্রদান

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

❏ ইমাম বুখারী (رحمة الله) তারীখ গ্রন্থে, ইমাম বায়হাকী (رحمة الله) ওয়ায়েল ইবনে হুজর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)’র আগমন শুনে আমি তার কাছে আসলাম। তাঁর সাহাবায়ে কেরামগণ আমাকে বললেন, আমি আসার তিন দিন পূর্বেই তিনি আমার আগমনের সংবাদ তাঁর সাহাবাগণকে দিয়ে দেন। ●৪২০

_____________________________

৪২০. সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:৩৫

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment