সর্ব প্রথম আমার রুহ্ সৃষ্টি

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সর্ব প্রথম আমার রুহ্ সৃষ্টি

وَإِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ رُوحِي

-“রাসূলে পাক ( ﷺ‎‎) বলেন: আল্লাহ সর্ব প্রথম আমার রুহ সৃষ্টি করেছেন।”(ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ১৬৯ পৃ: ৯৪ নং হাদিসের ব্যাখ্যায়; তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ৩৫৮ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ২২৬ পৃ:; তারিখুল খামিছ, ১ম খন্ড, ৯১ পৃ:; ইমাম মোল্লা আলী: শরহে শিফা, ২য় খন্ড, ১২৬ পৃ:; গাউছে পাক: ছেররুল আছরার, ৪৮ পৃ:;) 

ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) এই কথার ব্যাখ্যা করে বলেন,

أنه الذي أفتتح به الوجودات وابتدىء به الكائنات كما قال أول ما خلق الله روحي أو نوري

-“নিশ্চয় তিনি সকল কিছু অস্তিত্বদান শুরু করলেন ইহার দ্বারাই শুরু করেছেন, যেমনটি বলেছেন: আল্লাহ সর্ব প্রথম আমার রুহ সৃষ্টি করেছেন অথবা আমার নূর থেকে।”(ইমাম মোল্লা আলী: শরহে শিফা, ২য় খন্ড, ১২৬ পৃ:;)  

ইহার কোন সনদ আমি খুজে পাইনি, তবে আল্লামা মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা ইসমাঈল হাক্বী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা দিয়ার বাকরী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা নিছাপুরী ( رَحْمَةُ الله عليه‎‎) এবং গাওছে পাক আব্দুল কাদের জিলানী (رضي الله عنه) ইহাকে হাদিসে রাসূল হিসেবে উল্লেখ করেছেন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment